Advertisment

দিল্লি-মুম্বইতে BBC-র দফতরে আয়কর হানা, মোদীর তথ্যচিত্র নিয়ে বিতর্কের পরপরই!

কেন্দ্রের নিশানায় এবার বিবিসি?

author-image
IE Bangla Web Desk
New Update
Income Tax officials conduct surveys at BBC offices in Delhi and Mumbai, দিল্লি-মুম্বইতে BBC-র দফতরে আয়কর হানা

বিবিসির দফতরে চলছে আয়কর অভিযান।

মঙ্গলবার বিবিসি-র দিল্লি ও মুম্বই দফতরে একযোগে আয়কর হানা চলছে। আয়কর দফতরের এক আধিকারিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন যে, একাধিক স্থানে এই তল্লাশি চালানো হচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই-য়ের খবর, একটি 'কর ফাঁকি' মামলার তদন্তের সূত্রে এই তল্লাশি।

Advertisment

আয়কর দফতরের ১০ থেকে ১২ জনের দল এই অভিযান চালাচ্ছে। সকাল ১১ নাগাদ বিবিসি-র দুটি অফিসে আয়কর আধিকারিকদের তল্লাশি শুরু হয় বলে জানা গিয়েছে। সংস্থার বিভিন্ন নথি তাঁরা খতিয়ে দেখছেন।

‘India: The Modi Question’, ২০০২ সালের গুজরাট দাঙ্গার বিষয়ে প্রধানমন্ত্রী মোদী এবং তার তৎকালীন রাজ্য সরকারের ভূমিকাকেকেন্দ্র করে সম্প্রতি বিবিসি একটি তথ্যচিত্র প্রকাশ করেছিল। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। তারপরই কেন্দ্র ইউটিউব এবং টুইটারকে বিবিসি প্রকাশিত তথ্যচিত্রটির লিঙ্ক সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। পদ্ম শিবির দাবি করে, দল ও প্রধানমন্ত্রী মোদীকে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাতেই ওই তথ্যচিত্র তৈরি হয়েছে।

কেন্দ্রের যুক্তি ছিল, 'India: The Modi Questionভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে ক্ষুণ্ণ করছে' এবং ওই তথ্যচিত্র 'বিদেশি রাষ্ট্রগুলির সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক' এবং 'দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা'য় 'বিরূপ প্রভাব ফেলতে পারে' বলে প্রমাণিত।

পাল্টা বিবিসির মুখপাত্র দাবি করেছিলেন যে, "India: The Modi Question' সর্বোচ্চ সম্পাদকীয় মান অনুযায়ী কঠোরভাবে গবেষণা করে প্রকাশিত।"

বিতর্কের সপ্তাহখানেকের মধ্যেই বিবিসির দুটি দফতরে এদিনের তল্লাশি নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।

Income Tax Modi Government BBC Documentary Row
Advertisment