Advertisment

ITR Last Date: আয়কর রিটার্ন ফাইল করার সময়সীমা বাড়ল, তবে সবার জন্য নয়

ITR Filing Last Date: তাড়াহুড়ো করছেন ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়ার জন্য? হাঁফ ছাড়ার সময় দিয়েছে অর্থ মন্ত্রক। ধীরে সুস্থে ফাইল করুন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Income tax return, ITR filing date extended: আয়কর রিটার্ন জমার সময়সীমা বর্ধিত (প্রতীকী ছবি)

Income Tax Return, ITR Date Extended: তিন দিন আগে এসে একমাস মেয়াদ বৃদ্ধির খবর। আয়কর রিটার্ন জমা দেওয়ার ব্যাপারে যাঁরা তাড়াহুড়ো করছেন, তাঁদের জন্যে শেষ মুহূর্তে অভয়বাণী দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ৩১ জুলাই থেকে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ৩১ অগাস্ট পর্যন্ত বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তবে একই সঙ্গে জানানো হয়েছে, এই ছাড় নির্দিষ্ট ক্যাটিগরির আয়করদাতাদের জন্য।

Advertisment

গত আর্থিক বছর পর্যন্ত ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলে বিলম্বের জন্য কোনও জরিমানা দিতে হত না। এ বছর থেকে সে ব্যাপারে নতুন আইন তৈরি হয়েছে। আয়কর আইনের ২৩৪ এফ ধারা অনুসারে কোনও ব্যক্তি নির্ধারিত সময়ের পরে আয়কর রিটার্ন জমা দিলে আইনের ১৩৯ (১) ধানুসারে ১০ হাজার চাকা পর্যন্ত জরিমানা দিতে বাধ্য থাকবেন।

Income Tax Return, ITR filing date extended to August 31



আরও পড়ুন, লোকায়ুক্তের অফিসই নেই! জানতেন?

আয়কর বিশেষজ্ঞদের বক্তব্য অনুসারে ২০১৭-র ফিনান্স অ্যাক্ট অনুসারে  আয়করদাতারা ২০১৭-১৮-র আয়কর যদি নির্ধারিত সময়ের পরে, কিন্তু ৩১ ডিসেম্বর ২০১৮-র আগে জমা দেন, তাহলে তাঁদের ৫০০০ টাকা জরিমানা দিতে হবে। ২০১৯-এর ১ জানুয়ারি বা তার পরে ২০১৭-১৮০র আয়কর রিটার্ন জমা দিতে গেলে জরিমানা দিতে হবে ১০ হাজার টাকা। তবে আয়করদাতার আয় যদি ৫ লক্ষ টাকার নিচে হয়, তবে জরিমানার পরিমাণ ১০০০ টাকার বেশি হবে না।

এখনকার নিয়মানুসারে, যাঁদের বার্ষিক আয় আড়াইলক্ষ টাকার বেশি তাঁদের আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। যেসব প্রবীণ নাগরিকদের বয়স ৬০-এর বেশি কিন্তু ৮০-র কম, তাঁদের ক্ষেত্রে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে রিটার্ন জমা দিতে হবে না। ৮০ ঊর্ধ্ব প্রবীণ নাগরিকদের ৫ লক্ষ টাকার বেশি আয় হলে, তাঁদের আয়কর রিটার্ন জমা দিতে হবে।

Income Tax
Advertisment