/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/m1-1.jpg)
লাল কেল্লায় প্রধানমন্ত্রী মোদী।
করোনা আবহেই লাল কেল্লায় ৭৪তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তেলন করলেন প্রধানমন্ত্রী মোদী। পরে ভাষণের শুরুতেই করোনা যোদ্ধাদের দরাজ প্রশংসা করেন তিনি। তার কথায়, মহামারীর আবহে দেশ এক অভূতপূর্ব সময়ের মধ্যে দিয়ে চলেছে। কিন্তু মানুষের ডৃঢ় সংকল্পের জন্য করোনাকে হারিয়ে গোটা বিশ্ব জয়যুক্ত হবে। 'আত্মনির্ভর ভারতের' গুরুত্বের কথা এদিন উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তৃতায়। বলেন, 'এটা শুধুই শব্দ নয়, এটা জনগণের মন্ত্র হওয়া উচিত।'
আরও পড়ুন- কীভাবে তৈরি হয়েছিল ভারতের জাতীয় পতাকা?
স্বস্থ্যক্ষেত্রে এদিন বড় পদক্ষেপের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। লাল কেল্লা থেকেই ন্যাশনাল ডিজিটাল হেল্থ আইডি-র সূচনা করেন মোদী। বলেন, 'প্রত্যের ভারতীয় এবার ডিজিটাল হেল্থ আইডি পাবেন।' এছাড়াও তিনি জানিয়েছেন ডিলিমিটেশনের কাজ সম্পন্ন বলেই জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট হবে।
আরও পড়ুন- পশ্চিমবঙ্গে আজ ওদের স্বাধীনতা দিবস নয়
স্বাধীনতা দিবসের সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রথা মেনে গার্ড অফ অনার প্রদর্শন করে সশস্ত্র বাহিনী ও দিল্লি পুলিশ। এর পরে ২১টি গান স্যালুট, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত হয়। এবারের স্বাধীনতা দিবস অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন চার হাজারের বেশি অতিথি। তবে সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখা-সহ অন্যান্য স্বাস্থ্য বিধি মেনেই চলে এদিনের স্বাধীনতা দিবস উদযাপন পর্ব।
Read the story full in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Live Blog
Independence day Updates, স্বাধীনতা দিবস ২০২০ এর সব খবর জানতে চোখ রাখুন এখানে...
করোনা আবহের কথা মাথায় রেখে এবার লালকেল্লার অনুষ্ঠানে কোনও স্কুল পড়ুয়া উপস্থিত হয়নি। ফি বছর বিভিন্ন স্কুলের পড়ুয়ারা হাজির থাকে। শুধুই এনসিসি সদস্যরা উপস্থিত রয়েছেন। প্রতি বার মোট উপস্থিতি যেমন থাকে তার তুলনায় মাত্র ২০ শতাংশ ভিভিআইপি লালকেল্লা এলাকায় উপস্থিত রয়েছেন। গত বছরে এই অুষ্ঠানে অতিথি সমাগম ছিল প্রায় ১০ হাজার।
৭৪ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রেড রোডে কোভিড যোদ্ধাদের সম্মান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শুরুতেই নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ও পুলিশ স্মারক ফলকে মাল্যদান করেন। এরপর পায়রা উড়িয়ে শান্তির বার্তা দেওয়া হয়। পরে ২৫ জন করোনা যোদ্ধাকে স্মারক দিয়ে সম্মান জানান মুখ্যমন্ত্রী। আধ ঘণ্টারও কম সময়ে এ দিন রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান শেষ হয়ে যায়।
'আমার সকল ভাইবোনকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। বতন্ত্র স্বাধীন ভারতের স্বপ্ন সত্যি করতে যাঁরা নিজেদের জীবন বলিদান দিয়েছেন তাঁদের আমরা কুর্নিশ জানাই। এই স্বাধীনতা অনেক কষ্ট করে অর্জিত। এবং এই দেশ যে সেব নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত সেগুলি সংরক্ষণ করার দায়িত্ব আমাদের এবং তার জন্য যা প্রয়োজন আমাদের সব কিছু করা উচিত।' ৭৪তম স্বাধীনতা দিবসের সকালে টুইট করে এই কথা লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লাল কেল্লায় ভাষণ শেষে মোদীর শুভেচ্ছা বিনিময়
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও মোদীর মুখে রামজন্মভূমির কথা। তিনি বলেছেন, 'দশ দিন আগে অযোধ্যায় রামমন্দিরে ভূমি পুজো হয়েছে। শতাব্দী প্রচান বিতর্কের শান্তিপূর্ণ সমাধান হয়েছে। দেশবাসীর আচরণ ও ভূমিকা অভূতপূর্ব এবং তা ভবিষ্যতের অনুপ্রেরণা।'
'আমাদের দেসে হাজারেরও বেশি দ্বীপ রয়েছে। ভৌগলিক অবস্থান ও দেশের উন্নয়নে সেগুলির গুরুত্বের কথা বিবেচনা করে দ্বীপসমুহের উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্পের কাজ চলছে। আগামী ১০০ দিনে লাক্ষা দ্বীপ সাবমেরিন অপটিক্যাল ফাইবার দিয়ে সংযুক্ত হবে।' লাল কেল্লায় জানিয়েছেন মোদী।
করোনা আবহে স্বাস্থ্য বিধি মেনে লাল কেল্লায় চলছে স্বাধীনতা দিবস উদযাপন
'ভারত-পাক নিয়ন্ত্রণ রেখা থেকে ইন্দো-চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা- ভারতের সার্বভৌমত্বের দিকে যে চোখ দেওয়ার চেষ্টা করবে আমাদের সেনারা তাদের সমান জবাব দেবে।' লাল কেল্লার ভাষণে নাম না করে পাকিস্তান ও চিনকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রী মোদীর।
করোনার ভ্যাকসিন কবে বাজারে আসবে। এই নিয়ে দেশবাসীর উৎকণ্ঠার শেষ নেই। এ প্রসঙ্গে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'দেশের মানুষের একটা বড় প্রশ্ন ভারতে ভ্যাকসিন কবে পাওয়া যাবে। আমি সবাইকে বলতে চাই ভারতে এই মুহূর্তে তিনটে ভ্যাকসিনের ট্রায়াল চলছে। এই তিনটি ট্রায়াল আলাদা আলাদা পর্যায়ে রয়েছে। একবার সবুজ সঙ্কেত পেলেই তার গণ উৎপাদন শুরু হবে। কম দামে ও কীভাবে দেশের সবার মধ্যে এই ভ্যাকসিন ছড়িয়ে দেওয়া হবে তার রূপরেখাও তৈরি আছে।'
লাল কেল্লা থেকে 'ন্যাশনাল ডিজিটাল হেল্থ মিশন' এর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, 'ন্যাশনাল ডিজিটাল হেল্থ মিশন ভারতের স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব আনবে। এবার থেকে প্রত্যেক দেশবাসীর স্বাস্থ্য পরিচয় পত্র থাকবে।'
* 'বিশ্ব অর্থনীতিতে ভারতের অংশীদারিত্ব আরও বাড়াতে হবে, এ জন্য আমাদের স্বাবলম্বী হতে হবে।'
* 'আমাদের আমদানি হ্রাস করতে হবে। দেখতে হবে কত দিনে ভারত কাঁচামাল রফতানি করতে পারে- দেশকে স্বাবলম্বী হতে হবে।'
* 'আমি আত্মবিশ্বাসী যে মহাকাশ গবেষণার ক্ষেত্রে একাধিক পদক্ষেপ আমাদের যুবকদের জন্য বহু কর্মসংস্থানের সুযোগ করে দেবে।'
* 'গত বছরের তুলনায় এফডিআই-এর প্রবাহ বেড়েছে ১৮ শতাংশ।'
* 'আজ বিশ্বের অনেক বড় সংস্থা ভারতে বিনিয়োগ করছে।'
লাল কেল্লা থেকে স্বাধীন ভারতের জন্য ‘আত্মনির্ভর ভারত’-এর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজেদের দেশে তৈরি জিনিসে ভারতবাসীর গর্ব হওয়া উচিত বলে উল্লেখ করলেন তিনি। বলেন ভারতের মন্ত্র হওয়া উচিত 'ভোকাল ফর লোকাল'। তিনি বলেন, 'দেশে তৈরি দ্রব্য না কিনলে আমরা কোনওদিনই আত্মনির্ভর হতে পারব না।'
লাল কেল্লা থেকে মোদী বলেছেন, 'কিছুদিন আগে পর্যন্ত আমরা এন-৯৫ মাস্ক, পিপিই, ভেন্টিলেটর বিদেশ থেকে আমদানি করতাম। আর এখন শুধু দেশের চাহিদাপূরণই নয়, এগুলি উৎপন্ন করে আন্যান্য দেশকেও সহায়তা করছে ভারত।'
'আমি সহমত যে আত্মনির্ভর ভারতের জন্য লক্ষাধিক চ্যালেঞ্জ রয়েছে এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতা থাকলে তা আরও বৃদ্ধি পায়। তবে লক্ষ লক্ষ চ্যালেঞ্জ থাকলে আমাদেরও দেশেরও ক্ষমতা রয়েছে কোটি কোটি সমাধানের। আমার দেশবাসীই আমাদের সমাধানের শক্তি।'
'করোনা আবহেই মধ্যে ১৩০ কোটি ভারতীয় স্বাবলম্বী হওয়ার সংকল্প নিয়েছিলেন এবং দেশবাসীর মনে ছিল আত্মনির্ভর ভারতের ভাবনা। এই স্বপ্ন এখন অঙ্গীকারে পরিণত হচ্ছে। আত্মনির্ভর ভারত ১৩০ কোটি দেশবাসীর মন্ত্রে পররিণত হয়েছে।'
স্বাধীনতা দিবসের ভাষণের শুরুতেই বীর শহিদ, করোনা যোদ্ধা এবং নিরাপত্তা বাহিনীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী মোদী।
৭৪তম স্বাধীনতা দিবসে লাল কেল্লায় প্রধানমন্ত্রীকে মোদীকে গার্ড অফ অর্নার দেওয়া হচ্ছে