Advertisment

Independence Day 2022: 'লুঠের টাকা অনেকে রাখার জায়গা পাচ্ছেন না', দুর্নীতি ইস্যুতে তোপ মোদীর

১৫ অগস্ট লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে ভাষণ রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
Independence, Independence Day, Independence Day Live, narendra modi speech, august 15 news, narendra modi speech live, narendra modi red fort speech, narendra modi, narendra modi independence day speech, Independence Day Live Today, Independence Day Live News, Independence Day Updates, Independence Day Live Today, Live Independence Day, 76th Independence Day Live Updates, 75th Independence Day Live, Independence Day 2022, Independence Day August 15 2022, 76th Independence Day, Independence Day Date, Independence Day Timing, Independence Day Celebration, Independence Day Importance, Independence Day Significance, Independence Day Celebration at Red Fort Delhi, Red Fort in Delhi, New Delhi, PM Modi, Narendra Modi, Indian Army, Indian Navy, India, Independence Day in India, Kejriwal, Delhi CM Arvind Kejriwal, Dr BR Ambedkar, Bhagat Singh

লালকেল্লায় স্বাধীনতা দিবসে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

স্বাধীনতার ৭৫তম বর্ষে গোটা দেশে পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব। ঐতিহাসিক এই বছরে সোমবার, ১৫ অগস্ট লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে ভাষণ রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে মোদীর ভাষণ দেখে নিন একনজরে-

Advertisment
  • ২১ তোপের ধ্বনিতে তিরঙ্গা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী।
  • লালকেল্লায় ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, আরও শক্তিশালী ভারত ঐতিহাসিক এই দিনে নতুন পথে চলেছে।
  • মঙ্গল পাণ্ডে, তাতিয়া টোপে, সুখদেব, রাজগুরু, চন্দ্রশেখর আজাদ, আসফাকউল্লা খান, রাম প্রসাদ বিসমিল ভগৎ সিংয়ের মতো স্বাধীনতা সংগ্রামীদের সাহস ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল। গোটা দেশ তাঁদের কাছে কৃতজ্ঞ।
  • বিবিধতাই ভারতের সবচেয়ে বড় শক্তি। ভারত হল সমস্ত গণতন্ত্রের মায়ের মতো। বড় বড় সাম্রাজ্যের জন্য বিপদ ছিল ভারত।
  • স্বাধীনতার পরেও অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে দেশ। হাজার বাধা সত্ত্বেও ভারত মাথা নত করেনি। ভারতীয় নাগরিকদের জেদকে নড়ানো যায়নি। এই মাটিতে শক্তি আছে, তাই না ঝুঁকে এগিয়ে গিয়েছে ভারত।
  • ভারত একটি উচ্চাকাঙ্খী সমাজ যেখানে পরিবর্তনগুলি সম্মিলিত চেতনার দ্বারা চালিত হয়। ভারতের মানুষ ইতিবাচক পরিবর্তন চায় এবং তাদের অবদান রাখতে চায়। প্রতিটি সরকারকে এই উচ্চাকাঙ্খী সমাজের সমাধান করতে হবে।
  • আমরা অমৃত কালের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন পূরণের সংকল্প করতে হবে।
  • আমাদের অবশ্যই 'বিকশিত ভারত'-এর দিকে কাজ করার সংকল্প নিতে হবে এবং যেকোনও কোণ থেকে বা আমাদের হৃদয় থেকে ঔপনিবেশিকতার যে কোনও চিহ্ন মুছে ফেলতে হবে।
  • লাল কেল্লায় ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে, ভারতীয়দের একটি উন্নত দেশের দিকে কাজ করতে হবে এবং ঔপনিবেশিকতার যে কোনও চিহ্ন মুছে ফেলতে হবে।
  • তিনি যোগ করেছেন যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য নিশ্চিত করার পাশাপাশি ভারতীয়দেরও তাদের শিকড় ধরে রাখতে হবে। প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে, নাগরিকদেরও তাঁদের দায়িত্ব পালন করতে হবে।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের ঐক্য তার বৈচিত্রের মধ্যে নিহিত। এই ঐক্য নিশ্চিত করার জন্য আমাদের অবশ্যই লিঙ্গ সমতা নিশ্চিত করতে হবে… কন্যা ও পুত্রদের সমান আচরণ করলে, ঐক্য থাকবে।
  • প্রধানমন্ত্রী মোদি বলেছেন, আমি আশা করি আমরা উচ্চ-নিম্ন বা আমাদের-ওদের এই মনোভাব থেকে পরিত্রাণ পেতে পারি।
  • ভারতে নারীদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কথা উল্লেখ করে, প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে, ভারতীয়দের অবশ্যই নারীদের অসম্মান করে এমন কোনও মনোভাব বা কর্ম থেকে মুক্তি দিতে অঙ্গীকার করতে হবে।
  • প্রধানমন্ত্রী মোদী হাউৎজার তোপ, ATAGS-এর উপর গর্ব প্রকাশ করেছেন, যা স্বাধীনতা দিবসে ২১ তোপের স্যালুটে অংশ নেওয়ার জন্য প্রথম দেশীয়ভাবে তৈরি অস্ত্র হয়ে উঠেছে।
  • আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা 'ইন্ডিয়া ফার্স্ট' মন্ত্রের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছি।
  • স্বনির্ভর ভারত বা 'আত্মনির্ভর ভারত' প্রতিটি নাগরিক, প্রতিটি সরকার এবং সমাজের প্রতিটি শাখার দায়িত্ব। আত্মনির্ভর ভারত- এটি কোনও সরকারি এজেন্ডা বা সরকারি কর্মসূচি নয়। এটি সমাজের একটি গণআন্দোলন, যা আমাদের এগিয়ে নিতে হবে।
  • আত্মনির্ভর ভারতের পিছনে প্রচেষ্টার প্রশংসা করে, প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এমনকি বাড়ির পাঁচ বছরের শিশুরাও ভারতের বাইরে তৈরি খেলনা নিয়ে খেলতে অস্বীকার করছে। আমি দেশের তরুণদের স্যালুট জানাই।
  • আগামী ২৫ বছরে দেশের নারীদের বিরাট অবদান দেখছি। নারীর আরও ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য আমি সবাইকে আহ্বান জানাই।
  • দুর্নীতি ভারতের ভিত খেয়ে নিচ্ছে। আমি এর বিরুদ্ধে লড়াই করতে চাই। আমি ১৩০ কোটি ভারতীয়কে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমাকে সাহায্য করার জন্য আহ্বান জানাই।
  • কিছু লোক যাঁরা দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন এবং জেলে পর্যন্ত চলে গিয়েছেন তাঁদের কেউ কেউ মহিমান্বিত করে চলেছেন। আমাদের অবশ্যই দুর্নীতি এবং দুর্নীতিবাজদের প্রতি ঘৃণার মনোভাব নিশ্চিত করতে হবে।
  • লালকেল্লায় ভাষণে পরিবারতন্ত্রের রাজনীতিকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী মোদী। এটি ভারতের জন্য একটি চ্যালেঞ্জ বলে উল্লেখ করে তিনি নাগরিকদের "ভাই-ভাইপো", "পরিবারবাদী" রাজনীতির বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান।
  • টিম ইন্ডিয়ার চেতনা দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং ১৩০ কোটি ভারতীয়দের স্বপ্ন পূরণে সাহায্য করবে, লাল কেল্লায় তাঁর বক্তৃতা শেষ করার আগে প্রধানমন্ত্রী মোদী বলেন।
Azadi Ka Amrit Mahotsav Independence Day 2022 PM Narendra Modi
Advertisment