৭৭তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। 'দেশের সামনে আরও একবার সুযোগ এসেছে। আমরা যা করি, যে পদক্ষেপ গ্রহণ করি, যে সিদ্ধান্তগুলি নিই তা আগামী ১০০০ বছরে দেশের সোনালী ইতিহসাকে অঙ্কুরিত করবে'। লালকেল্লার ভাষণে ভারতকে আগামী ৫ বছরে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে এমনই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Advertisment
লালকেল্লা থেকে এদিন স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, 'দেশে যখন দারিদ্র্য কমে যায় তখন মধ্যবিত্তের শক্তি অনেক বেড়ে যায়। আগামী ৫ বছরে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে থাকবে।'
নিজের কার্যকাল সম্পর্কে বলেতে গিয়ে তিনি এদিন বলেছেন, 'আমি দায়িত্ব নেওয়ার পর, আমার লক্ষাধিক আমলা সারা দেশের দৈর্ঘ্য ও প্রস্থ জুড়ে দেশের সংস্কারের জন্য আন্তরিকভাবে কাজ শুরু করেছিলেন। সংস্কার, সম্পাদন এবং রূপান্তর, এটিই আমাদের মূলমন্ত্র।' এদিন নারী ক্ষমতায়ন প্রসঙ্গও উঠে এসেছে প্রধানমন্ত্রীর কথায়। তিনি বলেন, 'নারী-নেতৃত্বাধীন উন্নয়ন ভারতকে তার লক্ষ্য অর্জনে এবং নতুন উচ্চতায় পৌঁছাতে সহায়তা করবে।' এদিন মোদীর বক্তৃতায় ওঠে করোনা অতিমারী প্রসঙ্গও। তিনি বলেন, 'এখনও করোনা মহামারী থেকে পুরোপুরি পরিত্রাণ মেলেনি।
তবে তিনি যোগ করেছেন যে ভারতে মুদ্রাস্ফীতি পরিস্থিতি অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো। তিনি বলেন, 'আমরা সফলভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পেরেছি।'