Advertisment

দেশে একদিনে আক্রান্ত ২৬ হাজার, মহারাষ্ট্রে ১৬ হাজার জনের দেহে কোভিড হানা

মহারাষ্ট্রের দৈনিক সংক্রমণ সোমবার সাড়ে ১৬ হাজার ছাড়িয়ে গেল। এ বছরে এখনও অবধি যা সর্বোচ্চ। একদিনে মুম্বইয়েও আক্রান্ত প্রায় ২ হাজারের কাছাকাছি।

author-image
IE Bangla Web Desk
New Update
Coronavirus, Vietnam

প্রতীকী ছবি

ভারতে ফের করোনা দাপট শুরু। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ২৯১ জন। গুত তিন মাসের মধ্যে যা সর্বোচ্চ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ১৯ হাজার ২৬২ জন। ভাইরাসকে হারিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৫৫ জন।

Advertisment

যদিও দেশে এখনও টিকাকরণ প্রক্রিয়া অব্যাহত। ভাইরাসে মৃত্যু হয়েছে ১১৮ জনের। ২ কোটি ৯৯ লক্ষ ৮ হাজার ৩৮ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে এখনও পর্যন্ত।

আরও পড়ুন, ভোটের মুখে ফের বাড়ল করোনা সংক্রমণ, উদ্বেগ বাড়ল কলকাতায়

অন্যদিকে, মহারাষ্ট্রের দৈনিক সংক্রমণ সোমবার সাড়ে ১৬ হাজার ছাড়িয়ে গেল। এ বছরে এখনও অবধি যা সর্বোচ্চ। একদিনে মুম্বইয়েও আক্রান্ত প্রায় ২ হাজারের কাছাকাছি। দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণ করতে বেশ কিছু রাজ্যে ফের লকডাউনের পথে হাঁটছে। হস্টেলে পড়ুয়ারা আক্রান্ত হওয়ায় স্কুল-কলেজও বন্ধ হয়েছে বেশ কিছু জায়গায়।

দেশে মোট আক্রান্ত ১ কোটি ১৩ লক্ষ ৮৫ হাজার ৩৩৯। যদিও ব্রাজিল মোট সংক্রমণের নিরিখে ভারতকে ছাপিয়ে ফের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ত কয়েকদিন ধরে ফের দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus COVID-19
Advertisment