ভারতে ফের করোনা দাপট শুরু। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ২৯১ জন। গুত তিন মাসের মধ্যে যা সর্বোচ্চ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ১৯ হাজার ২৬২ জন। ভাইরাসকে হারিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৫৫ জন।
যদিও দেশে এখনও টিকাকরণ প্রক্রিয়া অব্যাহত। ভাইরাসে মৃত্যু হয়েছে ১১৮ জনের। ২ কোটি ৯৯ লক্ষ ৮ হাজার ৩৮ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে এখনও পর্যন্ত।
আরও পড়ুন, ভোটের মুখে ফের বাড়ল করোনা সংক্রমণ, উদ্বেগ বাড়ল কলকাতায়
অন্যদিকে, মহারাষ্ট্রের দৈনিক সংক্রমণ সোমবার সাড়ে ১৬ হাজার ছাড়িয়ে গেল। এ বছরে এখনও অবধি যা সর্বোচ্চ। একদিনে মুম্বইয়েও আক্রান্ত প্রায় ২ হাজারের কাছাকাছি। দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণ করতে বেশ কিছু রাজ্যে ফের লকডাউনের পথে হাঁটছে। হস্টেলে পড়ুয়ারা আক্রান্ত হওয়ায় স্কুল-কলেজও বন্ধ হয়েছে বেশ কিছু জায়গায়।
দেশে মোট আক্রান্ত ১ কোটি ১৩ লক্ষ ৮৫ হাজার ৩৩৯। যদিও ব্রাজিল মোট সংক্রমণের নিরিখে ভারতকে ছাপিয়ে ফের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ত কয়েকদিন ধরে ফের দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন