ভারতীয় পড়ুয়াদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বিরাট উপহার দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি প্রেসিডেন্ট এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। তাতে তিনি জানিয়েছেন, ‘২০৩০ সালের মধ্যে ৩০ হাজার ভারতীয় ছাত্রছাত্রীকে ফ্রান্সে পড়ার সুযোগ দেওয়া হবে'। ম্যাক্রোঁ তাঁর পোস্টে লিখেছেন, 'ফ্রান্স এই লক্ষ্য পূরণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
সেদেশে উচ্চশিক্ষার জন্য ভিসা আরও সহজতর করা হবে বলেও জানিয়েছেন তিনি। যাঁরা ফরাসি ভাষা জানেন না, তাঁরাও পড়তে পারবেন। ভাষা যাতে উচ্চশিক্ষায় বাধা না হয়ে দাঁড়ায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। উচ্চশিক্ষা ক্ষেত্রে ফ্রান্স এবং ভারত একসঙ্গে মিলে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট।
প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ভারতে এসেছেন ফরাসি প্রেসিডেন্ট। প্রথমে তিনি জয়পুরের অন্যতম দ্রষ্টব্য অম্বর ফোর্ট পরিদর্শন করেন। সেখান থেকে তিনি বিশ্বের অন্যতম প্রাচীন মানমন্দির জয়পুরের যন্তর মন্তর পরিদর্শন করেন। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় তাঁর।
ফরাসি প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন যে "২০৩০ সালের মধ্যে ফ্রান্সে ৩০ হাজার ভারতীয় ছাত্রকে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হবে। এটি ফ্রান্সের একটি অত্যন্ত উচ্চাভিলাষী পরিকল্পনা, তবে আমি এটি অর্জন করতে প্রতিশ্রুতিবদ্ধ।" উভয় দেশ তাদের বন্ধুত্বের ২৫ তম বার্ষিকী উদযাপন করছে। গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ফ্রান্সের ব্যাস্টিল ডে প্যারেডে অংশ নিতে প্যারিসে গিয়েছিলেন।
ফরাসি সরকার ইতিমধ্যেই ভারতীয় ছাত্রদের জন্য ফ্রান্সে পড়াশোনা সহজ করার জন্য পদক্ষেপ নিয়েছে। ২০১৮ সালে, তিনি "ক্যাম্পাস ফ্রান্স" নামে একটি প্রোগ্রাম শুরু করেন। ফ্রান্সে অধ্যয়নরত ভারতীয় ছাত্রদের সংখ্যা ইতিমধ্যেই ২০ শতাংশ বেড়েছে।