বাংলাদেশে আজ রবিবার (০৭ জানুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টে পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সকাল ৮টায় ভোট কেন্দ্রে পৌঁছে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের উদ্দেশে এক বার্তায় বলেন, "ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু। আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের সমর্থন করেছিল। ১৯৭৫ সালের পর, যখন পুরো পরিবারকে হারিয়েছিলাম, তখন ভারত আমাদের আশ্রয় দিয়েছিল। তাই আমাদের শুভেচ্ছা ভারতের জণগণের জন্য।"
বাংলাদেশে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন। নির্বাচনে অংশগ্রহণকারী মোট প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৬৯ জন। বাংলাদেশে নির্বাচন বয়কট করেছে বিএনপিসহ বিরোধী দলগুলো। গতকাল সারাদেশে হিংসার একাধিক ঘটনা ঘটেছে। ভোটের দিন সারাদেশে 'হরতাল' ডেকেছে বিএনপি।
ভোটের দিন ভারতকে "বিশ্বস্ত বন্ধু" বলে উল্লেখ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন নয়াদিল্লি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তার দেশের জনগণকে আশ্রয় দিয়েছিল। তিনি আরও উল্লেখ করেন যে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতই বাংলাদেশের জনগণকে ‘আশ্রয় দিয়েছিল’।
নির্বাচনের দিন ভারতে তার বার্তা সম্পর্কে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, 'আমরা খুবই ভাগ্যবান। ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু। এমন বিশ্বস্ত বন্ধুকে পাশে পেয়ে আমরা কৃতজ্ঞ। আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতই আমাদের সমর্থন করেছিল। ভারতের জনগণের প্রতি আমাদের শুভকামনা।"
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেত্রী হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে টানা চতুর্থবারের মতো জয়ী হতে চলেছেন, পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হতে চলেছে শেখ হাসিনা। এদিকে নির্বাচন বয়কট করছে দেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।