PM Modi: দেশে এখন প্রতিদিন এক কোটি বেশি মানুষের টিকাকরণ চলছে। হিমাচল প্রদেশের এক অনুষ্ঠানে সোমবার এই দাবি করেন প্রধানমন্ত্রী। রাজ্যের স্বাস্থ্যকর্মীদের ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দিন প্রতি ১ কোটি ২৫ লক্ষ মানুষকে টিকা দিতে পারছি।‘ এই প্রসঙ্গে উল্লেখ্য, হিমাচল প্রদেশ প্রথম রাজ্য, যেখানে ১০০% মানুষ কোভিড টিকার প্রথম ডোজ পেয়ে গিয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮,৯৪৮ জন সংক্রমিত। এই সংখ্যা ধরে দেশে মোট সংক্রমিত ৩,৩০,২৭ ৬২১ জন। মোট মৃত্যু ৪,৪০, ৭৫২ জনের। একদিনে সংক্রমণের জেরে মৃত ২১৯ জন। জানা গিয়েছে, গত সাড়ে পাঁচ মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত সবচেয়ে কম। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান মতে, দেশে মৃত্যুর হার ১.৩৩%। অপরদিকে, কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেন, ‘কেন্দ্রের লক্ষ্য ডিসেম্বরের মধ্যে ১০০% মানুষের টিকাকরণ সম্পন্ন করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্বের সর্ববৃহৎ গণটিকাকরণ কর্মসূচিতে এখনও পর্যন্ত ৬৯ কোটি মানুষ বিনামূল্যে টিকা পেয়েছেন।।‘
পাশাপাশি, মোটের উপর একই জায়গায় রয়ে গিয়েছে দেশের দৈনিক সংক্রমণ। শুক্রবার এবং শনিবার মিলিয়ে সামান্য ওঠানামা করেছে সংক্রমণ। ৪৮ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬১৮ জন এবং ৪২ হাজার ৭৬৬ জন। গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমেছে সংক্রমণ। এদিকে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ৪ লক্ষ ১০ হাজার ৪৮। দেশে করোনায় সুস্থতার হার ৯৭.৪২ শতাংশ। দেশে উৎসবের মরশুম শুরুর ঠিক আগে করোনার সংক্রমণ উদ্বেগে রেখেছে কেন্দ্রকে। প্রতিদিন ওঠানামা করছে দৈনিক সংক্রমণ। শনিবারও দেশের দৈনিক সংক্রমণ ৪০ হাজারের বেশি ছিল। নতুন করে সংক্রমিত আরও ৪২ হাজার ৭৬৬ জন। করোনার তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্ক দেশজুড়ে। করোনার তৃতীয় ধাক্কায় শিশুরাই বেশি আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের একাংশের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন