/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/modi-1-3.jpg)
প্রধানমন্ত্রী মোদী
বড় বাজারে লগ্নি করতে চাইলে ভারতে আসুন। এ ভাবেই মার্কিন সংস্থাদের ভারতে আসার আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাণিজ্য মঞ্চে ভাষণ দেবার সময়ে এ কথা বলেন মোদী।
তিনি আরও বলেন, কর্পোরেট করে ছাড় দেওয়া নিয়ে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে লগ্নিতে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্যেই।
Addressing the #BloombergGBF. Watch. @businesshttps://t.co/RdJKRn53oP
— Narendra Modi (@narendramodi) September 25, 2019
পরিকাঠামো উন্নয়নে দেশে ব্যাপক লগ্নি করা হচ্ছে বলে জানিয়ে মোদী বলেন, আপনারা যদি নির্মাণক্ষেত্রে লগ্নি করতে চান, তাহলে ভারতে আসুন।
আরও পড়ুন, ভারতের ধনীদের সম্পদ কোথায় গেল?
মোদী আরও বলেছেন, গত পাঁচ বছরে ১ ট্রিলিয়ন মার্কিন ডলার ভারতীয় অর্থনীতিতে যুক্ত হয়েছে। এখন অর্থনীতির লক্ষ্যমুখ পাঁচ ট্রিলিয়ন ডলার বলে এখানেও ঘোষণা করেছেন দেশের প্রধানমন্ত্রী।
Read the Full Story in English