ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী জয়িতা গুপ্তাকে ডাচ বিজ্ঞানের ‘সর্বোচ্চ সম্মান’ স্পিনোৎজা পুরষ্কারের পুরস্কৃত করা হয়েছে। ডাচ বিজ্ঞানের সর্বোচ্চ সম্মান স্পিনোৎজা পুরস্কারে ভূষিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী জয়িতা গুপ্তা। নেদারল্যান্ডসে কর্মরত গবেষকদের প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়।
আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “অসামান্য, অগ্রগামী এবং অনুপ্রেরণামূলক বৈজ্ঞানিক কাজের জন্য জয়িতা গুপ্তাকে স্পিনোৎজা পুরষ্কারের পুরস্কৃত করা হয়েছে।এই পুরস্কারকে 'ডাচ নোবেল পুরস্কার'ও বলা হয়। পুরষ্কারটি ডাচ অ্যাকাডেমিয়ার সর্বোচ্চ পুরষ্কার এবং এটি নেদারল্যান্ডসে কর্মরত গবেষকদের প্রতি বছর প্রদান করা হয় যারা আন্তর্জাতিক মান অনুযায়ী বিশ্বের সেরা গবেষণা তৈরি করেন।
জয়িতা গুপ্তা ১.৫ মিলিয়ন ইউরো পাবেন বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত কার্যক্রমে ব্যয় করার জন্য। আনুষ্ঠানিক ভাবে তাঁকে এই সম্মান প্রদান করা হবে আগামী ৪ঠা অক্টোবর। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তাঁর এই গবেষণা আগামী বিশ্বের জন্য বড় সম্পদ হয়ে থাকবে’।
'ডাচ নোবেল পুরস্কারে’ সম্মানিত হয়ে জয়িতা বলেন, “আমি অত্যন্ত সম্মানিত। অতীতে যে সকল বিজ্ঞানীরা এই পুরষ্কার পেয়েছেন বিজ্ঞানে তাদের সেরা কৃতিত্ব প্রশর্দন করেছেন। তাদের পাশাপাশি আমি এই পুরষ্কার পেয়ে গর্বিত,”। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল সাউথের পরিবেশ ও উন্নয়ন বিভাগের অধ্যাপক জয়িতা গুপ্ত আর্থ কমিশনের সহ-সভাপতি পদেও রয়েছেন।জলবায়ু সংকট, জল সমস্যা নিয়ে তিনি একাধিক গবেষণাপত্র প্রকাশ করেছেন।