Advertisment

লোহিত সাগরে ভারতগামী জাহাজ ছিনতাই, ইজরায়েলের নিশানায় ইরান

ইজরায়েলের এমন দাবিকে কেন্দ্রকে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
israel, israel news, israel news today, israel war, israel war updates, israel houthi ship, houthis seize ship, hamas, hamas attack, gaza, gaza attack, gaza bombing, benjamin netanyahu, india ship hijacked, ship to india hijacked, india ship hijacked in israel",

লোহিত সাগরে ভারতগামী জাহাজ ছিনতাই, ইজরায়েলের নিশানায় ইরান

ভারতগামী একটি কার্গো জাহাজ লোহিত সাগরে হাইজ্যাক করেছে ইরানের হুথি জঙ্গিরা, ইজরায়েলের এমন দাবিকে কেন্দ্রকে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।

Advertisment

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লোহিত সাগরে একটি আন্তর্জাতিক  পণ্যবাহী জাহাজ হাইজ্যাকের অভিযোগ তুলেছে ইজরায়েল।  ইজরায়েল বলছে, হুথি জঙ্গিদের একটি দল যে পণ্যবাহী জাহাজটিকে হাইজ্যাক করেছে।  জাহাজটি তুরস্ক থেকে ভারতের দিকে যাচ্ছিল। তেল আবিব বলেছে জাহাজ হাইজ্যাকের পিছনে রয়েছে ইরান। পাশাপাশি এমন ঘটনাকে জঙ্গি কার্যকলাপ বলে অভিহিত করেছে ইজরায়েল।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে ব্রিটিশ মালিকানাধীন ও জাপানি চালিত একটি পণ্যবাহী জাহাজটি ইরানের মিত্র হুথি জঙ্গিরা হাইজ্যাক করেছে।  যদিও জাহাজটিতে কোন ইজরায়েলি নাগরিক ছিলেন না বলেই জানা গিয়েছে। নেতানিয়াহুর কার্যালয় বলেছে ইরানের এই ঘৃণ্য জঙ্গি কার্যকলাপ বিশ্বব্যাপী প্রভাব ফেলবে।

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বলছে, তারা একটি পণ্যবাহী জাহাজ হাইজ্যাক করেছে। তবে তাদের দাবি, তারা একটি ইজরায়েলি জাহাজ ছিনতাই করেছে। জাহাজটি লোহিত সাগর থেকে ইয়েমেনের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। হুথি বিদ্রোহীদের সামরিক ইউনিটের এক মুখপাত্র বলেছেন, 'আমরা জাহাজের ক্রু সদস্যদের সঙ্গে ইসলামিক নিয়ম-কানুন অনুযায়ী আচরণ করছি।' হুথি বিদ্রোহীরা প্রথমে জাহাজের দিকে একটি হেলিকপ্টার পাঠায় এবং তারপর যোদ্ধারা তা থেকে অবতরণ করে এবং ছিনতাই করে।

জাহাজে কোন দেশের নাগরিকরা আছেন?

ইজরায়েল জানিয়েছে যে জাহাজটিতে প্রায় 25 জন ক্রু সদস্য রয়েছেন।  যারা ইউক্রেন, বুলগেরিয়া, ফিলিপাইন এবং মেক্সিকোর মতো দেশের নাগরিক। দুই মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাও নিশ্চিত করেছেন যে হুথি বিদ্রোহীরা হেলিকপ্টারের মাধ্যমে গ্যালাক্সি লিডারশিপ নামের জাহাজটি হাইজ্যাক করেছে। ইজরায়েলি বহিনী প্যালেস্তাইনের ওপর অগ্রাসন বন্ধ না করলে হুথি জঙ্গিরা এইজাতীয় কার্যকলাপ চালিয়ে যাবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি ড্রোন হামলাও অব্যাহত থাকবে বলেই হুঁশিয়ারি দিয়েছে হুথি জঙ্গিরা।

Israel-Palestine clash
Advertisment