করোনা মহামারীর বিশ্বকে কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত গোটা বিশ্বের সামনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 5th Ramnath Goenka Lecture-এ ভাষণ দেওয়ার সময় বিল গেটস বুধবার বলেছেন বিশ্বব্যাপী স্বাস্থ্যপরিষেবা ২৫ বছরের অগ্রগতি, মাত্র ২৫ সপ্তাহে পুরোপুরি শেষ হয়ে গিয়েছে।
তিনি বলেন, কোভিড অতিমারির তিন বছর পরেও, বেশিরভাগ দেশের স্বাস্থ্য ব্যবস্থা এখনও পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারেনি। তিনি এদিন তাঁর ভাষণে বলেন, কোভিড মহামারি ‘ভারতে উদ্ভাবন’কে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছে। উদ্ভাবনের কেন্দ্র হিসাবে ভারত নিজেকে প্রমাণ করেছে।
জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয় নিয়ে বক্তব্য রাখার সময় তিনি বলেন, স্বাস্থ্য পরিষেবা বিশ্বের বড় চ্যালেঞ্জগুলির মধ্যে জলবায়ু পরিবর্তন একটি অন্যতম বড় চ্যালেঞ্জ যা কাটিয়ে উঠতে ভারতের একটি বিশেষ ভূমিকা রয়েছে। জলবায়ু সংকটের বিষয়ে, গেটস বলেন, "অধিকাংশ জলবায়ু সংকটের কারণ হিসাবে দায়ি থাকে ধনী দেশগুলি তবুও বেশিরভাগ ক্ষতির সম্মুখীন হয় মধ্যম এবং নিম্ন আয়ের দেশগুলি ।" তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় আমাদের অবিলম্বে কাজ করতে হবে, আমাদের আরও বড় পরিসরে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ‘বিশ্ব এখন বড়সড় অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। করোনা মহামারি পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ! বিশ্বকে ক্ষতবিক্ষত করেছে। এমন পরিস্থিতিতে গোটা বিশ্ব সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। তিনি "এক সমান বিশ্ব তৈরিরও আবেদন করেন যা অপার উদ্ভাবনের শক্তি" হিসাবে কাজ করবে। তিনি বলেন, কোভিড-১৯ এর কারণে বিশ্বব্যাপী অন্তত ৬.৮ মিলিয়ন মানুষ প্রাণ হারিয়েছেন। এটি দরিদ্র দেশগুলিকে অপেক্ষাকৃত বেশি প্রভাবিত করেছিল, যেখানে ভ্যাকসিনের জোগান কম ছিল।