আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে, ভারত বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর উৎপাদক দেশ হিসাবে নিজেকে বিশ্বের সামনে মেলে ধরবে। অশ্বিনী বৈষ্ণব বললেন আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যেই বিশ্বের সবথেকে বড় টেলিকম সরঞ্জাম রফতানিকারী দেশ হতে চায় ভারত। ‘মেক ইন ইন্ডিয়া’-র আওতায় ‘সেমিকন্ডাক্টর যুদ্ধে’বিপুল বিনিয়োগের পাশাপাশি দেশের মাটিতেই সেমিকন্ডাক্টর উত্পাদনের ব্যবস্থা গড়ে তুলতে কেন্দ্র তৎপর বলেও উল্লেখ করেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
Advertisment
তিনি আরও জানিয়েছেন, বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর বাজারে একটা বিশাল সুযোগ রয়েছে। আর তা অনুভব করেছে ভারত সরকার। বর্তমানে বিশ্বের সবথেকে বড় সেমিকন্ডাক্টর রফতানিকারী দেশ তাইওয়ান। তবে চার থেকে পাঁচ বছরের মধ্যেই ভারত হয়ে উঠবে বিশ্বের সবথেকে বড় সেমিকন্ডাক্টর রফতানিকারী দেশ এমনটাই এক্সপ্রেস আড্ডায় জানিয়েছেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার জন্য বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলেও তিনি জানিয়েছেন।
তিনি বলেন, ‘সেই সকল চ্যালেঞ্জ দূর করে সেমিকন্ডাক্টর রফতানিকারী দেশ হিসাবে ভারত যাতে জগতজোড়া পরিচিতি পায় তার জন্য কেন্দ্র সব সময় তৎপর’। ভারত সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই ১০০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে। এই বিষয়ে একটি দীর্ঘমেয়াদী কর্মসূচি তৈরি করা হয়েছে বলেও জনিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, “আমরা সমগ্র বিশ্বে সেমিকন্ডাক্টর সরবরাহকারী দেশ হওয়ার ক্ষেত্রে ভারতের বিশাল সম্ভাবনা দেখতে পাচ্ছি”।
এদিন তিনি বলেন, ‘বৈদ্যুতিক যানবাহন থেকে শুরু করে সমস্ত আধুনিক প্রযুক্তির জন্য সেসকন্ডাক্টর প্রয়োজন। আমরা নিশ্চিত ভবিষ্যতে এর বিশাল চাহিদা তৈরি হবে। আগামী ৬-৭ বছরে এই শিল্প আকারে দ্বিগুণ বাড়বে’। তার জন্য ভারতে পরিবেশ বিধি মেনে নতুন কারখানা স্থাপনের কথাও জানিয়েছেন বৈষ্ণব। নতুন এই কারখানাগুলি যাতে সবুজ শক্তিতে চালিত হয় তাও নিশ্চিত করার কথা উল্লেখ করেছেন তিনি।
পাশাপাশি আগামী বছরের মার্চের মধ্যে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য, আমরা ‘বন্দে মেট্রো’ তৈরি করছি। ১০০-৫০০ কিলোমিটারের মধ্যে ভ্রমণের জন্য, আমরা বন্দে ভারত চেয়ার কার তৈরি করেছি ৫০০ কিলোমিটারের বেশি দুরত্বে বন্দে স্লিপার তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, 'প্রতি সপ্তাহে কমপক্ষে দুটি নতুন বন্দে ভারত ট্রেন চালু করার পরিকল্পনার কথাও, পাশাপাশি প্রতিটি রাজ্যকে বন্দে ভারতের সঙ্গে সংযুক্ত করার সরকারের বড় লক্ষ্যের কথাও এদিন তুলে ধরেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।