নয়াদিল্লি বারবার বলেছে সীমান্তে সংঘাত বন্ধ না হলে বেজিংয়ের সম্পর্ক স্বাভাবিক হওয়া মুশকিল। একই সুর ধরা পড়ল সেনাপ্রধানের গলাতেও। জেনারেল পান্ডে এক ভাষণে সীমান্ত সংঘাত নিয়ে চিনকে দুষে সবরকম পরিস্থিতি মোকাবিলার জন্য ভারতীয় সেনা পুরোপুরি প্রস্তুত বলে উল্লেখ করেন।
তিনি বলেন, অতীতে চিন চুক্তি লঙ্ঘন করছে। ভবিষ্যতেও এই ধরণের আচরণ করলে তার উপযুক্ত জবাব দিতে ভারতীয় সেনা সবসময় তৈরি। সেনাপ্রধানের এই মন্তব্য ২০২০ সালের মে মাস থেকে চলা থেকে পূর্ব লাদাখে দুই দেশের মধ্যে চলমান অচলাবস্থার পরিপ্রেক্ষিপ্তে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন : < অগ্নিপথের হাত ধরে ‘মহিলা অগ্নিবীর’দের দাপট, ইতিহাস গড়ছে ভারতীয় নৌবাহিনী >
এর পাশাপাশি সীমান্ত সংঘাতের জন্য চিনকে দায়ি করে জেনারেল পান্ডে বলেন, চিনের কিছু কিছু পদক্ষেপে এলএসিতে উত্তেজনা তৈরি করছে। যদিও 'আমরা সব পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত'। তিনি বলেন, সীমান্ত নিয়ে দুই দেশের ভিন্ন চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গিই বিরোধের কারণ। তিনি আরও বলেন, সীমান্তে চিন সেনা মোতায়েন এবং সেনা অভিযান সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। তিনি আরও বলেন, এশিয়ার বৃহত্তম দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে সীমান্ত ইস্যুকে কোনভাবেই বাদ দেওয়া যাবে না।
আরও পড়ুন : < রাজভবন এখন থেকে ‘জন রাজভবন’, মমতার হাতে চাবি তুলে দিলেন রাষ্ট্রপতি >
জেনারেল পান্ডে এদিন সীমান্তে চলমান বিরোধ নিয়ে চিনকে দায়ি করে বলেন, চিন ক্রমাগত পূর্বের প্রোটোকল, চুক্তি লঙ্ঘন করছে। সীমান্ত সংঘাত ভারতের জন্য উদ্বেগের বিষয়। তিনি বলেন, আমি মনে করি, দখলদারিত্ব এখনও উত্তেজনার একটি গুরুত্বপূর্ণ কারণ। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ে দুই দেশের চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি বিবাদের কারণ। ভারত ও চিনের মধ্যে ৩,৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের পাশাপাশি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশেও রয়েছে ভারত-চিন সীমান্ত।