Advertisment

চিনকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে, ভারতীয় ভূখণ্ডে ঢুকতেই পারেনি চিনা সেনা: মোদী

''আমাদের ২০ জন জওয়ান শহিদ হয়েছেন। কিন্তু ভারত মাতাকে যারা এই স্পর্ধা দেখিয়েছে, তাদের উচিত শিক্ষা দেওয়া হয়েছে''।

author-image
IE Bangla Web Desk
New Update
pm modi, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভারতীয় ভূখণ্ডে চিনা সেনা ঢুকতেই পারেনি বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এদিন সর্বদল বৈঠক করেন প্রধানমন্ত্রী। সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী জানান, ভারতীয় ভূখণ্ডে চিনা অনুপ্রবেশ হয়নি, কোনও সেনা চৌকিও দখল হয়নি।

Advertisment

একইসঙ্গে মোদী বলেছেন,''আমাদের ২০ জন জওয়ান শহিদ হয়েছেন। কিন্তু ভারত মাতাকে যারা এই স্পর্ধা দেখিয়েছে, তাদের উচিত শিক্ষা দেওয়া হয়েছে''। নমো আরও বলেছেন, দেশকে রক্ষা করার জন্য় যা যা করার দরকার, তা করছে ভারতীয় সেনা।

জানা যাচ্ছে, সর্বদল বৈঠকে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী প্রশ্ন তোলেন, ''প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অস্বাভাবিক কার্যকলাপ হচ্ছে, এ ব্য়াপারে কোনও গোয়েন্দা তথ্য় ছিল না আমাদের কাছে? সামরিক গোয়েন্দা সূত্রে থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশ নিয়ে সরকারকে কিছু জানানো হয়নি? সরকার কি গোয়েন্দা ব্য়র্থতা হিসেবে মনে করছে?''

সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, এদিনের সর্বদল বৈঠকে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ''চিনে গণতন্ত্র নেই, ওখানে একনায়কতন্ত্র। ওরা যেটা মনে করবে, সেটাই করতে পারে। আমাদের একসঙ্গে কাজ করতে হবে। ভারত জিতবে, চিন হারবে। আমরা সরকারের সঙ্গে রয়েছি''। মমতা আরও বলেছেন, ''টেলিকম, রেল, বিমানে চিনকে ঢুকতে দেবেন না''।

আরও পড়ুন: রাজ্য়সভার ভোটে মধ্য়প্রদেশে ২ আসনে ও রাজস্থানে ১ আসনে জয়ী বিজেপি

বিহারের মুখ্য়মন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতিশ কুমার বলেছেন, ''চিনের বিরুদ্ধে ফুঁসছে গোটা দেশ। আমরা সকলে একসঙ্গে রয়েছি। ভারতীয় বাজারে বহু চিনা পণ্য় রয়েছে। এটা সমস্য়া। চিনা পণ্য় অধিকাংশটাই প্লাস্টিক, যা পরিবেশবান্ধব নয়। এ সময় কেন্দ্রের পাশে থাকা আমাদের কর্তব্য়''।

মেঘালয়ের মুখ্য়মন্ত্রী তথা এনপিপি প্রধান কনরাড সাংমা বলেছেন, ''সীমান্ত লাগোয়া নির্মাণ কাজ বন্ধ করা যাবে না। মায়ানমার ও বাংলাদেশে চিনা মদতে কার্যকলাপ চিন্তার''। ডিএমকের স্ট্য়ালিন বলেছেন, ''দেশের জন্য় আমরা সকলে একসঙ্গে রয়েছি''। বিজেডি-র পিনাকি মিশ্র বলেছেন, ''চিনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক। যা সিদ্ধান্ত নেওয়া হবে, সরকারকে সমর্থন করবে বিজেডি''। অন্য়দিকে, পঞ্চশিল চুক্তির নীতির উপর জোর দিয়েছেন সীতারাম ইয়েচুরী।

সর্বদল বৈঠকে যোগ দিয়েছিল বিজেপি, কংগ্রেস, তৃণমূল, এআইডিএমকে, ডিএমকে, টিআরএস, জেডিইউ, বিজেডি, এলজেপি, বসপা, সপা, শিবসেনা, এনসিপি-সহ বিরোধী দলগুলি। এদিনের সর্বদল বৈঠকে তাদের ডাকা হয়নি বলে দাবি করেছে আপ ও আরজেডি।

আরও পড়ুন: কঠোর সমঝোতা, অবশেষে চিনা কবল মুক্ত ১০ ভারতীয় সেনাকর্মী

উল্লেখ্য়, সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চিনা সেনার মধ্যে সংঘর্ষে প্রাণ গিয়েছে ২০ জন সেনা কর্মীর। সংঘর্ষে একাধিক চিনা সেনাও নিহত হয়েছে বলে দাবি ভারতীয় সেনার। ৪৫ বছর পরে ভারত-চিন সীমান্তে সংঘর্ষে সেনা মৃত্যুর ঘটনা ঘটল। গত দেড় মাসেরও বেশি সময় ধরে উত্তপ্ত ভারত-চিন সীমান্ত। গালওয়ান, প্যাংগং, নাকুলা-সহ বেশ কয়েকটি এলাকায় টানাপোড়েন চলছিল।

চিনা হামলার পর হুঁশিয়ারি দিয়ে মোদী বলেছেন, ”বীর জওয়ানদের বলিদান ব্য়র্থ হতে দেবে না দেশ। ভারত শান্তি চায়। কিন্তু উস্কানি দিলে, পাল্টা জবাব দিতে পারে ভারত”।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi
Advertisment