ভারত-চিন সীমান্ত উত্তাপ কি কমছে? সীমান্ত বিবাদ মেটাতে দু'দেশের কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে 'ঐক্যমত' মিলেছে বলে সূত্রের খবর। সেনা সরানো নিয়ে দু'পক্ষের আলোচনায় ঐক্যমত মিলেছে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় সংঘাত পরিস্থিতিতে দু'দেশের কোর কমান্ডার স্তরের বৈঠক হয়। সীমান্তে চিনা এলাকা মলডোতে কোর কমান্ডারদের মধ্য়ে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। মলডোর বৈঠকে ভারতের পক্ষ থেকে ছিলেন ১৪ কোরের কমান্ডার লেফট্যানেন্ট জেনারেল হরিন্দর সিং। চিনের পক্ষ থেকে ছিলেন দক্ষিণ শিনজিয়াং মিলিটারি ডিস্ট্রিক্ট কমান্ডার মেজর জেনারেল লিউ লিন।
সূত্র মারফত জানা যাচ্ছে, বৈঠক ইতিবাচক হয়েছে। সৌহার্দ্য় পরিবেশেই বৈঠক হয়েছে এবং গঠনমূলক হয়েছে। সেনা সরানো নিয়ে দু'দেশই সহমত হয়েছে। পূর্ব লাদাখে বিতর্কিত এলাকা নিয়েও আলোচনা হয়েছে।
আরও পড়ুন: আজ লাদাখ সীমান্ত পরিদর্শনে সেনাপ্রধান এম এম নারাভানে
এর আগে, গত ৬ জুনও কোর কমান্ডার স্তরের বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, সেনা সরানোর বিষয়টি নিয়ে আলোচনা চালাবেন নীচু স্তরের কমান্ডাররা। এরপর কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল স্তরের বৈঠকও হয়। সেনা প্রধান এমএম নারাভানে পর্যন্ত বলেছিলেন যে গালওয়ান উপত্য়কায় সেনা সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু পরিস্থিতি পরে উত্তপ্ত হয়ে ওঠে।
গত ১৫ জুন সন্ধ্য়ায় রীতিমতো সংঘর্ষে জড়ায় দু'দেশের সেনা। এ ঘটনায় ২০ জন ভারতীয় সেনা জওয়ান প্রাণ হারান। ৪৫ বছর পর ইন্দো-চিন সীমান্তে হতাহতের ঘটনায় শোরগোল পড়ে যায়। উল্লেখ্য়, সীমান্তে সেনা সরিয়ে স্থিতাবস্থা বজায় রাখার বার্তা গত এপ্রিল থেকে দিয়ে আসছে ভারত।
এদিকে, সীমান্তে উত্তেজনার আবহে এবার লাদাখ পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে যাবেন সেনাপ্রধান এম এম নারাভানে। জানা গিয়েছে, দু’দিনের এই সফরে লাদাখের অশান্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি কমান্ডার এবং সেনাদের সঙ্গে কথাও বলবেন সেনাপ্রধান।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন