সীমান্তে উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনায় সম্মত হয়েছে ভারত-চিন। ২০২০ সাল থেকে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এই নিয়ে এর আগে দফায় দফায় আলোচনা হলেও সেভাবে কোন সমাধান সূত্র মেলেনি। তবে এবার ভারত-চিন সীমান্ত বিরোধ নিয়ে বেইজিং বৈঠকে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে দুই দেশ'ই শান্তি স্থাপনে সম্মত হয়েছে। ভারত-চিন সীমান্ত বিরোধের মধ্যে উভয় দেশই বিষয়টির সমাধানে বেইজিংয়ে একটি বৈঠক করেছে। বিদেশ মন্ত্রকের তরফে এই তথ্য জানানো হয়েছে । বুধবারই চিনের রাজধানী বেইজিংয়ে ভারত-চিন সীমান্ত বিরোধ সমাধানের উদ্দেশ্যে একটি বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব। অন্যদিকে চিনের পক্ষ থেকে এই বৈঠকে অংশ নেন সেদেশের বিদেশ মন্ত্রী। এই বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর চলমান বিরোধ নিয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়।বৈঠকের পর উভয় দেশই কূটনৈতিক ভাবে এবং আলাপ-আলোচনার মাধ্যমে সীমান্তে শান্তি বজায় রাখতে সম্মত হয়েছে বলেই মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে। এর আগে গত বছরের নভেম্বরে দুই পক্ষের মধ্যে বৈঠক হয়।
সম্প্রতি চিন অরুণাচল প্রদেশকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করেছে। যদিও ভারত এই দাবি প্রত্যাখ্যান করেছে। এর আগেও চিন বহুবার অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করেছে, কিন্তু বিদেশ মন্ত্রক চিনের এই ভিত্তিহীন দাবি প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। মন্ত্রক একটি বিবৃতি জারি করে বলেছে যে অরুণাচলের জনগণ ভারতের উন্নয়ন কর্মসূচি এবং প্রকল্পগুলি থেকে উপকৃত হবে।