Advertisment

India-China Border Issue: বিরাট আপডেট! মিটতে চলেছে ভারত-চিন সীমান্ত বিরোধ? বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের

কূটনৈতিক আলোচনার মাধ্যমে দুই দেশ'ই শান্তি স্থাপনে সম্মত হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Joint Secretary (East Asia) from the MEA led the Indian delegation, and the Chinese delegation was led by Director General of the Boundary and Oceanic Department of the Chinese Ministry of Foreign Affairs.

MEA থেকে যুগ্ম সচিব (পূর্ব এশিয়া) ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এবং চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সীমানা ও মহাসাগরীয় বিভাগের মহাপরিচালক।

সীমান্তে উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনায় সম্মত হয়েছে ভারত-চিন। ২০২০ সাল থেকে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এই নিয়ে এর আগে দফায় দফায় আলোচনা হলেও সেভাবে কোন সমাধান সূত্র মেলেনি। তবে এবার ভারত-চিন সীমান্ত বিরোধ নিয়ে বেইজিং বৈঠকে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে দুই দেশ'ই শান্তি স্থাপনে সম্মত হয়েছে। ভারত-চিন সীমান্ত বিরোধের মধ্যে উভয় দেশই বিষয়টির সমাধানে বেইজিংয়ে একটি বৈঠক করেছে। বিদেশ মন্ত্রকের তরফে এই তথ্য জানানো হয়েছে । বুধবারই চিনের রাজধানী বেইজিংয়ে ভারত-চিন সীমান্ত বিরোধ সমাধানের উদ্দেশ্যে একটি বৈঠকের আয়োজন করা হয়।

Advertisment

বৈঠকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব। অন্যদিকে চিনের পক্ষ থেকে এই বৈঠকে অংশ নেন সেদেশের বিদেশ মন্ত্রী। এই বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর চলমান বিরোধ নিয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়।বৈঠকের পর উভয় দেশই কূটনৈতিক ভাবে এবং আলাপ-আলোচনার মাধ্যমে সীমান্তে শান্তি বজায় রাখতে সম্মত হয়েছে বলেই মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে। এর আগে গত বছরের নভেম্বরে দুই পক্ষের মধ্যে বৈঠক হয়।

সম্প্রতি চিন অরুণাচল প্রদেশকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করেছে। যদিও ভারত এই দাবি প্রত্যাখ্যান করেছে। এর আগেও চিন বহুবার অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করেছে, কিন্তু বিদেশ মন্ত্রক চিনের এই ভিত্তিহীন দাবি প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। মন্ত্রক একটি বিবৃতি জারি করে বলেছে যে অরুণাচলের জনগণ ভারতের উন্নয়ন কর্মসূচি এবং প্রকল্পগুলি থেকে উপকৃত হবে।

India china
Advertisment