Advertisment

ভারত-চিন এখন উন্নত দেশ, অকারণ সুবিধা নিচ্ছে: ট্রাম্প

ট্রাম্প কিছুদিন আগেই বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে জানতে চেয়েছিলেন উন্নয়নশীল দেশ কীভাবে স্থির করার মাপকাঠি কী?

author-image
IE Bangla Web Desk
New Update
Trump, Wto

ডোনাল্ড ট্রাম্প

ভারত ও চিন উন্নত রাষ্ট্র হয়ে গিয়েছে। এখন আর উন্নয়নশীল দেশ হিসেবে সুবিধে নেওয়া তাদের আর মানায় না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেছেন। তিনি জানিয়েছেন এ ব্যাপারে বিশ্ব বাণিজ্য সংস্থার দেওয়া তকমার সুযোগ নিচ্ছে এই দুই দেশ, যা আর ঘটতে দেবেন না তিনি। বিশ্ব বাণিজ্য সংস্থা আমেরিকার সঙ্গে যথাযথ ব্যবহার করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

Advertisment

পেনসিলভানিয়ায় এক অনুষ্ঠানে মঙ্গলবার ট্রাম্প বলেন, "ভারত ও চিন, এশিয়ার এই দুই আর্থিক বৃহৎ শক্তি আর উন্নয়নশীল রাষ্ট্র নয় এবং এরা আর বিশ্ব বাণিজ্য সংস্থার থেকে সুবিধা নিতে পারে না। বছরের পর বছর ধরে ওরা সুবিধা নিয়ে যাচ্ছে।" বিশ্ব বাণিজ্য সংস্থা ভারত ও চিনকে উন্নয়নশীল দেশের তকমা দিয়ে রাখার ফলে আমেরিকার সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন, হিন্দুদের বিশ্বাস যুক্তিসংগত কি না তা বিচার করা অনুচিত, সুপ্রিম কোর্টে দাবি আইনজীবীর

"এমনটা আর আমরা ঘটতে দেব না... আমরা ছাড়া সবার উন্নয়ন ঘটে চলেছে", বলেছেন ট্রাম্প। কিছুদিন আগেই তিনি বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে জানতে চেয়েছিলেন উন্নয়নশীল দেশ কীভাবে স্থির করা হয়। বিশ্ব বাণিজ্যের নিয়ম অনুযায়ী অপেক্ষাকৃত নরম মনোভাব পেয়ে থাকে চিন, তুর্কি ও ভারত। সম্ভবত এই দেশগুলিকেই চিহ্নিত করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট।

জেনিভায় অবস্থিত বিশ্ব বাণিজ্য সংস্থা একটি আন্তঃসরকারি সংস্থা যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ করে থাকে।

বিশ্ব বাণিজ্যের নিয়ম মেনে উন্নয়নশীল দেশগুলি বেশ কিছু সুযোগসুবিধা পেয়ে থাকে।

Read the Full Story in English

Donald Trump
Advertisment