Advertisment

সৌদির নতুন মুদ্রায় ভারতের মানচিত্রে কাশ্মীর বাদ, ক্ষুব্ধ বিদেশমন্ত্রক

ইতিমধ্যেই অসন্তোষের কথা জানানো হয়েছে সৌদির বিদেশমন্ত্রককে। দ্রুত উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়েছে ভারত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সৌদি আরবের নতুন মুদ্রায় ভারতের ভুল মানচিত্র ছাপা হয়েছে। যা দেখে অসন্তুষ্ট ভারতের বিদেশমন্ত্রক। ভারত থেকে বিচ্ছিন্ন করা হয়েছে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে। এতেই ক্ষুব্ধ নয়াদিল্লি। ইতিমধ্যেই অসন্তোষের কথা জানানো হয়েছে সৌদির বিদেশমন্ত্রককে। দ্রুত উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়েছে ভারত।

Advertisment

ভারতের বিদেশমন্ত্রকের তরফে মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, পুরো বিষয়টি সৌদি আরব প্রশাসনকে জানানো হয়েছে। পাশাপাশি সেদেশের বিদেশমন্ত্রককেও এবিষয়ে অবগত করা হয়েছে। নয়াদিল্লিতে সৌদির দূতাবাসের পাশাপাশি রিয়াধের মন্ত্রকেও গোটা ঘটনা জানানো হয়েছে। জম্মু-কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, তা সৌদি আরবকে বোঝানো হয়েছে। এই ভুল দ্রুত সংশোধন করার দাবি জানানো হয়েছে।

২১ ও ২২ নভেম্বর এবারের জি-২০ সম্মেলন হবে সৌদি আরবে। সেই উপলক্ষেই ২৪ অক্টোবর এই নতুন রিয়াল নোটটি ছাপা হয়। নোটের একদিকে সৌদি আরবের রাজা সলমন বিন আবদুল্লাজিজ আল সৌদ এবং ২০২০ সালের জি-২০ সম্মেলনের প্রতীক রয়েছে, অন্যদিকে রয়েছে সারা বিশ্বের মানচিত্র। সেখানেই বিকৃত ভারতীয় মানচিত্র ছাপা রয়েছে। জম্মু-কাশ্মীর এবং লাদাখকেভারতের মানচিত্র থেকে বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নতুন মুদ্রায় ছাপা মানচিত্রে গিলগিট-বালচিস্তান-সহ পাকি অধিকৃত কাশ্মীরকেও পাকিস্তানের ভূখণ্ডের অংশ হিসাবে তুলে ধরা হয়নি। যা কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিদেশমন্ত্রক।

পাকিস্তানের 'বন্ধু' বলে পরিচিত সৌদি আরবের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে মরিয়া মোদী সরকার। গত বছর সৌদির রাজকুমার মহম্মদ বিন সলমন এসেছিলেন ভারতে। তাঁকে স্বাগত জানাতে রীতি-রেওয়াজ ভেঙে দিল্লি বিমানবন্দরে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

India national news
Advertisment