Advertisment

দেশের ১৭৪ জেলায় ছড়াল কোভিডের Delta plus variant! ক্রমশ বাড়ছে উদ্বেগ

Delta Plus Varient: শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে তথ্য প্রকাশ প্রকাশ করা হয়েছে সেখানে জানা গিয়েছে দেশে ১৪৮টি জেলায় এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
corona daily cases india 13 november 2021

কমছে করোনার দৈনিক সংক্রমণের হার।

Delta plus variant: যেমনটা আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা, তেমনভাবেই করোনার নতুন প্রজাতি ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে দেশের একাধিক জেলায়। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে তথ্য প্রকাশ প্রকাশ করা হয়েছে সেখানে জানা গিয়েছে দেশে ১৪৮টি জেলায় এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। ১০টি রাজ্যে ৪৮টি এমন নমুনা পাওয়া গিয়েছে।

Advertisment

এপ্রিল ও মে মাসে কোভিডের দ্বিতীয় ঢেউতে ভারতে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল। এর নেপথ্যে ছিল ডেল্টা ভ্যারিয়েন্ট। মন্ত্রক প্রকাশিত তথ্য অনুসারে, মার্চ মাসে ৫২টি জেলায় থাকলেও জুনের মধ্যে তা ১৭৪টি জেলায় ছড়িয়ে পড়েছিল, এতটাই তীব্রতা সংক্রমণের।

আইসিএমআর প্রধান ডঃ বলরাম ভার্গব বলেন যে ডেল্টা প্রজাতি নিয়ে তাই সতর্ক থাকা উচিত। এখনও দ্বিতীয় তরঙ্গ শেষ হবে, এমনটা ভাবার কোনও কারণ নেই। তিনি বলেন, "দেশে দ্বিতীয় তরঙ্গ এখনও শেষ হয়নি। আমরা এখনও ৭৫টি জেলা রয়েছে যেখানে ভাইরাসের বিস্তার ১০ শতাংশেরও বেশি। ৯২টি জেলা রয়েছে যেখানে ৫ শতাংশ থেকে ১০ শতাংশের মধ্যে সংক্রমণের বিস্তার রয়েছে।"

আরও পড়ুন, দৈনিক সংক্রমণ ফের ৫০ হাজারের কম, চিন্তা বাড়াচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট

ইতিমধ্যেই সে সব জেলাকে গুরুত্বপূর্ণ হটস্পট হিসেব চিহ্নিত করা হচ্ছে। তার একটাই কারণ তা হল আগামী দিনে তৃতীয় বৃহত্তর কোভিড ঢেউকে রুখতে পারা। কেন্দ্রীয় সরকার এই সপ্তাহের শুরুর দিকে ভাইরাসটির 'ডেল্টা প্লাস' প্রজাতিকে ভারতে 'ভ্যারিয়েন্ট অফ কনসার্ন' হিসাবে ঘোষণা করেছে।

শুক্রবার দেশের কোভিড -১৯ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনের সময় এনসিডিসি ডিরেক্টর সুজিত সিং বলেছিলেন যে ডেল্টা রূপটি আলফার চেয়ে "অনেক বেশি শক্তিশালী"। তিনি এও বলেন, "এটা জানান দরকার যে ডেল্টা প্লাস বলতে এর আগের ডেল্টা প্রজাতির আরেকটি মিউটেশনকে বোঝাচ্ছে। প্লাস মানে কিন্তু এটি নয় যে মারাত্মক সংক্রামক তেমন কিছু। পরবর্তীতে বিজ্ঞানসম্মত আরও বিশ্লেষণ আসলে তা জানান হবে।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus Delta Plus Variant
Advertisment