গত দু'মাসে দেশে করোনা সংক্রমণ কমেছে অনেকটাই। পরিস্থিতিও ক্রমশই স্বাভাবিক হচ্ছে। তবে এখনও দেশকে নির্মূল হয়নি কোভিড-১৯ ভাইরাস। শুক্রবার ভারতে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরোল ১ কোটি। মার্কিন যুক্তরাষ্ট্রের পর ভারত দ্বিতীয় দেশ যেখানে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ কোটিরও বেশি মানুষ।
তবে ধীরে ধীরে ভারতে কমছে সংক্রমণ। ভারতের মতো আমেরিকা, ইউরোপের বহু দেশও করোনার খারাপ পরিস্থিতি কাটিয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা এখন দুই থেকে আড়াই লক্ষ। ব্রাজিলে সেখানে দৈনিক সংক্রমণ ৫০ হাজার। জার্মানি, ব্রিটেন, ইটালি, রাশিয়াতে সেই সংখ্যা ২০ হাজারের কিছু বেশি। ভারতেও সেই সংখ্যার পরিস্থিতি প্রায় এক।
সেপ্টেম্বরে করোনার সবচেয়ে খারাপ সময় কাটিয়েছে দেশ। একসময় দৈনিক আক্রান্ত ছিল প্রায় ১ লক্ষ ছুঁইছুঁই। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে অ্যাক্টিভ কেস পেরিয়েছিল ১০ লক্ষ। যা পরবর্তীতে নেমে আসে ৩ লক্ষে। কমেছে মৃত্যুও। সেপ্টেম্বরে এক দিনেই ১ এক হাজার মৃত্যু দেখেছে দেশ। সেই সংখ্যা কমে এখন ৪০০। মট মৃত্যু পেরিয়েছে ১ লক্ষ ৪০ হাজার।
যদিও বিশেষজ্ঞদের মত, অনেক বেশি সংক্রমণ হচ্ছে, সবটা জানান হচ্ছে না। উৎসব আবহ, নির্বাচন, কৃষক বিদ্রোহ, করোনা নিয়ম বিধিতে শিথিলতা, এসব সত্ত্বেও কীভাবে প্রতিদিন কমছে আক্রান্তের সংখ্যা। সেরো সার্ভের রিপোর্ট জানিয়েছিল এখনও দেশের অনেকেই আক্রান্ত। এই রিপোর্টে অনেক বেশি সংখ্যক লোকের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হয়েছিল।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন