অক্সিজেনের আকাল দেশে, হাসপাতালে ১টি বেড পেতে লাইনে ৫০ জন

হঠাৎ করে করোনার সংক্রমণ এত তীব্র গতিতে বেড়েছে যার ফলে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। পাশাপাশি, ঘাটতি পড়েছে রেমডেসিভির ওষুধেরও।

হঠাৎ করে করোনার সংক্রমণ এত তীব্র গতিতে বেড়েছে যার ফলে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। পাশাপাশি, ঘাটতি পড়েছে রেমডেসিভির ওষুধেরও।

author-image
IE Bangla Web Desk
New Update
Corona India, Oxygen Express

প্রতিদিনই দেশে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। নিত্যনতুন রেকর্ডও তৈরি হচ্ছে। সম্প্রতি একাধিক রাজ্যে টিকা ঘাটতির চিত্রও প্রকট হয়েছিল। এরই মাঝে ফের প্রকাশ্যে এল রাজ্যে রাজ্যে অক্সিজেন সঙ্কট। বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলিতে শয্যা সঙ্কটের পাশাপাশি শুরু হয়েছে অক্সিজেন সঙ্কট। যা নিয়ে উদ্বেগ বাড়ছে।

Advertisment

মহারাষ্ট্রের পাশাপাশি দিল্লিতেও পরিস্থিতি গুরুতর। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, হঠাৎ করে করোনার সংক্রমণ এত তীব্র গতিতে বেড়েছে যার ফলে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। পাশাপাশি, ঘাটতি পড়েছে রেমডেসিভির ওষুধেরও।

আরও পড়ুন, অক্সিজেন না পেয়ে একদিনে মৃত ১২ কোভিড রোগী! কাঠগড়ায় MP-র হাসপাতাল

Advertisment

আন্তঃরাজ্য পরিবহনে যাতে কোনও ভাবেই অক্সিজেনের সিলিন্ডারবাহী গাড়িগুলিকে কোনও বাধার মুখে পড়তে না হয় সে বিষয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছে কেন্দ্র সরকার। এছাড়াও কোনও রাজ্যেই যাতে অক্সিজেন সিলিন্ডারের ঘাটতি না হয়, পাশাপাশি উত্পাদনকারী এবং সরবরাহকারীরা যাতে হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে বাধার মুখে না পড়ে সেই বিষয়টিও দেখতে বলেন প্রধানমন্ত্রী মোদী।

একাধিক রাজ্যে গত কয়েক সপ্তাহ ধরে সমস্ত হাসপাতালের অক্সিজেনযুক্ত আইসিইউ বেড ১০০ শতাংশ ভর্তি। কোনও জায়গা নেই হাসপাতালগুলিতে।

আরও পড়ুন, উপচে পড়ছে কবর, মৃতের স্তুপ শ্মশানে! করোনাকালে দেশের চিত্র এটাই?

উত্তরপ্রদেশের লখনৌতে একটি বেডের আশায় লাইনে দাঁড়িয়েছেন ৫০ জন। আইসিইউ এবং ভেন্টিলেটর বেড কার্যত শূন্য। যোগীরাজ্যে প্রায় নেই কোনও বেড। হাসপাতালে ঠাঁই পেতে দুদিন ধরে হাসপাতালের বাইরেই অপেক্ষা করতে হয়েছে করোনা রোগীকে। এক কোভিড আক্রান্তের কথায়, "আমার শ্বাসকষ্ট হচ্ছিল বলে অক্সিজেন মাক পেয়েছি আপাতত। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন যে বেড খালি হলে তবেই বেড পাওয়া যাবে।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus COVID-19