দেশে দৈনিক আক্রান্তের চেয়ে বাড়ল করোনাজয়ীর সংখ্যা

ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯২ হাজারের ৬০৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯৪ হাজারের বেশি মানুষ।

ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯২ হাজারের ৬০৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯৪ হাজারের বেশি মানুষ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯২ হাজারের ৬০৫ জন। ফলে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫৪ লাখ ৬১৯ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থও হয়ে উঠেছেন ৯৪ হাজারের বেশি মানুষ। স্বস্তির বিষয়ে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যার থেকে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি।

Advertisment

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ১ হাজার ১৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৮৬ হাজার ৭৫২ জন। ভারতে করোনায় মৃত্যুহার ১.৬১ শতাংশ।

ভারতে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ৪৩ লাখ ৩ হাজার ৪৩ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৭৯.৬৮ শতাংশ।

Advertisment

ভারতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে (৬ লক্ষ ১৭ হাজার ৭৭৬ জন)। এরপরই রয়েছে অন্ধ্রপ্রদেশ (৬ লক্ষ ১৭ হাজার ৭৭৬ জন)। তৃতীয় স্থান রয়েছে তামিলনাড়ু (৫ লক্ষ ৩৬ হাজার ৪৭৭ জন)।

কোভিড সংক্রমণ বেড়ে চলায় ছত্তিশগড়ের রায়পুরে ২১-২8 সেপ্টেম্বর পর্যন্ত সম্পূর্ণ লকডাইন ঘোষণা করা হয়েছে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

India coronavirus corona corona virus