Advertisment

Corruption index: দুর্নীতির নিরিখে ভারতের স্থান কত? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট

২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ভারতে দুর্নীতি বেড়েছে অনেকটাই।

author-image
IE Bangla Web Desk
New Update
India rannk in Corruption index, Corruption index, CPI 2023, india corruption, corruption rate India, corruption perceptions index, public sector corruption, Transparency International, Asian region CPI 2023, indian express news

সূচকটি, যা দেশগুলির সরকারী ক্ষেত্রের দুর্নীতির অনুভূত স্তরের দ্বারা তালিকাভুক্ত করে, ডেনমার্ক শীর্ষে রয়েছে, তারপরে ফিনল্যান্ড, নিউজিল্যান্ড এবং নরওয়ে। (প্রতিনিধিত্বমূলক ছবি)

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ১৮০ টি দেশের দুর্নীতি সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং ভারত এতে ৯৩ তম স্থানে রয়েছে। ভারতের অধিকাংশ প্রতিবেশী দেশ এই তালিকায় আরও নিচে অবস্থান করছে

Advertisment

বিভিন্ন দেশের দুর্নীতির অবস্থা সম্পর্কে তথ্য প্রদানকারী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ১৮০টি দেশের দুর্নীতি সংক্রান্ত একতি রিপোর্ট মঙ্গলবার সামনে এনেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ভারতে দুর্নীতি বেড়েছে অনেকটাই। সংস্থারপ্রতিবেদনে বলা হয়েছে যে ভারত ২০২৩ সালের নিরিখে ১৮০ টি দেশের মধ্যে ভারতের স্থান ৯৩। যেখানে এক বছর আগে ২০২২ সালে ভারত ৮৫ তম স্থানে ছিল। ১৮০ টি দেশের এই র‍্যাঙ্কিংয়ে, ১ নম্বরে থাকা দেশটি সবচেয়ে কম দুর্নীতিগ্রস্থ এবং ১৮০ নম্বরে থাকা দেশটি সবচেয়ে বেশি দুর্নীতি গ্রস্থ দেশ।

ভারতের প্রতিবেশী দেশগুলোর অবস্থা কী?

ভারতের প্রতিবেশী দেশগুলির কথা বললে, ভুটান ২৬ তম স্থানে রয়েছে এবং দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম দুর্নীতি হয়েছে এই দেশে। চিন এই তালিকায় ৭৬ তম স্থানে রয়েছে এবং এখানেও ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে দুর্নীতি বেড়েছে। ভারতের আরেক প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা তালিকায় ১১৫ নম্বরে রয়েছে, যার মানে ভারতের চেয়ে এখানে দুর্নীতি বেশি। তালিকায় নেপাল ১০৮ নম্বরে, পাকিস্তান ১৩৩ নম্বরে, বাংলাদেশ ১৮৯ নম্বরে এবং আফগানিস্তান ১৬২ নম্বরে রয়েছে। এভাবে ভুটান ও চিন ছাড়া প্রতিবেশী অধিকাংশ দেশেই ভারতের চেয়ে দুর্নীতি বেশি।

আরও পড়ুন : < Nitish hits Rahul on Caste Survey: মিথ্যা কৃতিত্ব নিচ্ছেন রাহুল, জাত শুমারি নিয়ে বোমা ফাটালেন নীতীশ >

সবচেয়ে কম দুর্নীতি ডেনমার্কে

সবচেয়ে কম দুর্নীতির দেশগুলোর কথা বললে ডেনমার্ক রয়েছে এক নম্বরে। এর পর দ্বিতীয় ফিনল্যান্ড, তৃতীয় নিউজিল্যান্ড, চতুর্থ নরওয়ে এবং পঞ্চম স্থানে রয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর একমাত্র এশিয়ান দেশ যেটি এই তালিকায় শীর্ষ দশে স্থান পেয়েছে। সিঙ্গাপুর ছাড়াও এশিয়া থেকে কেবল হংকং এবং জাপান রয়েছে। বিশ্বে সোমালিয়ায় দুর্নীতির সর্বোচ্চ স্তর রয়েছে এবং এই দেশ তালিকায় ১৮০ তম স্থানে রয়েছে। সোমালিয়া ছাড়াও বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে ভেনিজুয়েলা, সিরিয়া, দক্ষিণ সুদান, ইয়েমেন ও উত্তর কোরিয়া।

India Corruption
Advertisment