ভয় ধরাচ্ছে করোনা। গতকাল ১৩ হাজারের পর আজ এক ধাক্কায় দেশের দৈনিক সংক্রমণ ছাড়িয়ে গেল ১৭ হাজারের গণ্ডি। একাধিক রাজ্যে ঊর্ধ্বমুখী কোভিড-গ্রাফ। দেশের করোনা পরিস্থিতির এই বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগে কেন্দ্রীয় সরকারও। ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রকের কর্তাদের সঙ্গে বৈঠক সেরেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ড্যভিয়া। ভাইরাসের দাপট বাড়তে থাকায় ফের একবার করোনা বিধি লাগু করার পক্ষে সওয়াল তুলেছেন বিশেষজ্ঞদের একাংশ।
তবে কি করানার চতুর্থ ঢেউ দুয়ারেই? এব্যাপারে পাকাপাকিভাবে কোনও উত্তর না মিললেও ইঙ্গিতটা কিন্তু ক্রমেই জোরালো হচ্ছে। আজ দেশে করোনার লং-জাম্প। এক ধাক্কায় ৪ হাজারেরও বেশি বেড়ে গিয়েছে দেশের দৈনিক সংক্রমণ।
শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৩৬ জন। গতকালের চেয়ে যা ৪ হাজারেরও বেশি। এই মহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ৮৮ হাজার ২৮৪। দেশের একাধিক রাজ্যের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক আকার নিতে শুরু করেছে।
আরও পড়ুন- বঙ্গে করোনার লং-জাম্প, একদিনে আক্রান্ত প্রায় সাড়ে ৭৫০, সংক্রমণ শীর্ষে কলকাতা
ফের একবার করোনা-আতঙ্কের কেন্দ্রস্থলে রয়েছে মহারাষ্ট্র। মারাঠা রাজ্যে চরম রাজনৈতিক সংকটের মধ্যেই উদ্ধব সরকারের রক্তচাপ আরও বাড়িয়ে দিয়েছে মাত্রাছাড়া সংক্রমণ। একদিনে মহারাষ্ট্রে সংক্রমিতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।
আরও পড়ুন- পুজোর আগেই আরও একটা করোনা ঢেউ ‘তছনছ’ করবে তিলোত্তমাকে? শঙ্কায় চিকিৎসকরা
শুধু মহারাষ্ট্রই নয়, করোনার সংক্রমণ বাড়ছে রাজধানী দিল্লিতেও। দক্ষিণের রাজ্য কেরলের সংক্রমণ পরিস্থিতিও ঘুম কেড়েছে বিজয়ন সরকারের। অন্যদিকে, পশ্চিমবঙ্গেও ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। ফের একবার স্বাস্থ্য বিধি ফেরানোর ব্যাপারে সওয়াল করছেন বিশেষজ্ঞরা।