/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/corona-4.jpg)
উৎসব আবহে ফিরছে চেনা আতঙ্ক
কিছুতেই কাটছে না উদ্বেগ। এই নিয়ে পরপর ৪ দিন দেশের দৈনিক সংক্রমণ ১৮ হাজারের উপরে রয়েছে। উদ্বেগ বাড়িয়ে এদিন আরও বেড়েছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। দেশের একাধিক রাজ্যের সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক। সংক্রমণপ্রবণ রাজ্যগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ স্বাস্থ্যমন্ত্রকের কর্তাদের।
রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২৫৭ জন। গতকালের চেয়ে এদিন সামান্য কমেছে দেশের দৈনিক সংক্রমণ।
#COVID19 | India reports 18,257 fresh cases, 14,553 recoveries and 42 deaths in the last 24 hours.
Active cases 1,28,690
Daily positivity rate 4.22% pic.twitter.com/eKWeVYDlen— ANI (@ANI) July 10, 2022
এরই পাশাপাশি একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪২ জনের। তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় করোনার গ্রাস থেকে মুক্ত হয়েছেন ১৪ হাজার ৫৫৩ জন। এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১ লক্ষ ২৮ হাজার ৬৯০। করোনার ডেইলি পজিটিভিটি রেট বর্তমানে ৪.২২ শতাংশ।
আরও পড়ুন- বিক্ষোভের আগুনে জ্বলছে শ্রীলঙ্কা, ‘ধীরে চলো নীতি’ উদ্বিগ্ন ভারতের
গত চারদিন ধরে একটানা দেশের দৈনিক সংক্রমণ ১৮ হাজারের বেশি রয়েছে। সংক্রমণের এই প্রবণতা যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের একাধিক রাজ্যের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ুর পাশাপাশি পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি নিয়েও উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক।
গত কয়েকদিন ধরে লাগাতার বাংলার দৈনিক সংক্রমণ ৩ হাজারের কাছে পৌঁছোচ্ছে। ভাইরাস ছড়িয়ে পড়া রুখতে ফের একবার কোভিড প্রোটোকলে কড়াকড়ি করার পক্ষে সওয়াল তুলেছেন বিশেষজ্ঞরা।