/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/Covid-Test-2.jpg)
দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার হাতে স্যানিটাইজার দিচ্ছেন এক নিরাপত্তাকর্মী।
একটানা গত কয়েকিদন ধরেই দেশের দৈনিক সংক্রমণ নিম্নমুখী। গত ২৪ ঘণ্টাতেও সেই ধারা অব্যাহত। দেশে করোনার দৈনিক সংক্রমণ নেমে গেল ২০ হাজারের নীচে। তবে একদিনে দেশে করোনায় মৃতের সংখ্যা বেশ খানিকটা বেড়ে যাওয়ায় নতুন করে বাড়ছে উদ্বেগ।
রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯৬৮ জন। একদিনে দেশে করোনায় মৃত্যু ৬৭৩ জনের। গতকাল মৃতের এই পরিসংখ্যান ছিল ৩২৫। স্বভাবতই একধাক্কায় মৃতের সংখ্যা বেশ খানিকটা বেড়ে যাওয়ায় বাড়ছে উদ্বেগ। তথ্য বলছে, এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ১১ হাজার ৯০৩। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৪৮ হাজার ৮৪৭ জন।
India reports 19,968 fresh #COVID19 cases, 48,847 recoveries, and 673 deaths in the last 24 hours.
Active case: 2,24,187 (0.52%)
Daily positivity rate: 1.68%
Total recoveries: 4,20,86,383
Death toll: 5,11,903
Total vaccination: 1,75,37,22,697 pic.twitter.com/nCNysxuGOL— ANI (@ANI) February 20, 2022
সব মিলিয়ে ইতিমধ্যেই দেশে করোনামুক্ত হয়েছেন ৪ কোটি ২০ লক্ষ ৮৬ হাজার ৩৮৩ জন। এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ২৪ হাজার ১৮৭। দেশে করোনার সংক্রমণ হার আরও কমেছে। বর্তমানে দেশে করোনার সংক্রমণের হার কমে ১.৬৮ শতাংশ। শনিবার পর্যন্ত দেশে ১৭৫ কোটি ৩৭ লক্ষ ২২ হাজার ৬৯৭ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।
আরও পড়ুন- সংক্রমণ কমতেই দিল্লিতে কমল টিকাদানের হার
রাজ্যে-রাজ্যে সংক্রমণ কমছে। আর সংক্রমণ কমতেই উঠছে বিধি-নিষেধ। খুলছে স্কুল, কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। ফের একবার স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা জোরকদমে শুরু হয়েছে দেশজুড়ে। টিকাকরণকে হাতিয়ার করেই করোনা যুদ্ধে জয়ের পথে ভারত।
তবে রাজধানী দিল্লিতে সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে টিকাদানের হারও কমছে। তথ্য বলছে, গত তিন দিনে রাজধানীতে ৬৫ হাজার টিকার ডোজ দেওয়া হয়েছে। ১৮ থেকে ৪৪ বছরের ব্যক্তিদের মধ্যেই টিকাদানের সংখ্যা অনেকটা কমেছে। গত তিন দিনে কো-উইন অ্যাপের তথ্য অনুযায়ী ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে টিকা দানের সংখ্যা মাত্র ২৮ হাজার। যা এই বছরের সর্বনিম্ন পরিসংখ্যান।
Read story in English