৯ হাজার কোটি টাকার জালিয়াতির 'নায়ক' বিজয় মাল্যকে প্রত্যর্পণের জন্য ফ্রান্সের সঙ্গে আলোচনা করেছে ভারত। মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছেন ভারতের কিংফিশার সংস্থার কর্ণধার বিজয় মাল্য। এবার ঋণ খেলাপি এবং অর্থ পাচারের অন্যতম নায়ককে ভারতে আনার প্রচেষ্টা জোরদার করা হয়েছে। তাকে ভারতে প্রত্যর্পণের বিষয়ে ফ্রান্সের সঙ্গে ইতিমধ্যেই এক দফা আলোচনা করেছে ভারত।
এই মাসের শুরুতে অনুষ্ঠিত একটি বৈঠকে ভারত ফরাসি কর্তৃপক্ষকে কোনো শর্ত ছাড়াই মাল্যকে প্রত্যর্পণের অনুমোদনের জন্য বলে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোন তথ্য প্রকাশ করা হয়নি। প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে ১৫ এপ্রিল ভারত-ফ্রান্স জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ১৬ তম বৈঠকে মালিয়ার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপিত হয়। একটি সূত্র জানিয়েছে যে ফ্রান্স কিছু পূর্বশর্ত সহ প্রত্যর্পণের প্রস্তাব পেশ করেছিল, কিন্তু ভারত তাদের কোনো শর্ত ছাড়াই প্রস্তাবটি অনুমোদন করতে বলে।
জানা গিয়েছে মাল্য বর্তমানে ব্রিটেনে রয়েছেন, তবে ভারত তাকে প্রত্যর্পণ করার চেষ্টা করছে যে দেশে তার সম্পদ রয়েছে এবং ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ফ্রান্সও এমন একটি দেশ। বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বিদেশ মন্ত্রকের যুগ্মসচিব কেডি দেওল এবং ফরাসি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাষ্ট্রদূত অলিভার ক্যারন । এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণাকের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মালিয়ার বিরুদ্ধে নয় হাজার কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।
২০০৫ সালে চালু হওয়া কিংফিশার এয়ারলাইন্সের জন্য বেশ কয়েকটি ব্যাঙ্ক থেকে ৯হাজার কোটি টাকারও বেশি ঋণ নিয়েছিলেন বিজয় মালিয়া । ২০০৮ সালে , বৈশ্বিক মন্দা এবং ক্রমবর্ধমান জ্বালানির দামের কারণে, এয়ারলাইন্সটি দেউলিয়া হয়ে যায় এবং মালিয়া ঋণ পরিশোধ করতে অক্ষম হন। মাল্য ২০১৬ সালে দেশ ছেড়ে পালিয়েছিলেন। বর্তমানে তিনি লন্ডনে রয়েছেন। ভারত সরকার তার প্রত্যর্পণের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।