করোনার বাড়বাড়ন্তের মধ্যে ফের একবার বড় সিদ্ধান্ত নিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। যে হারে দেশজুড়ে দাপট দেখাচ্ছে কোভিড-১৯ ভাইরাস, সেখানে অন্তর্দেশীয় উড়ান পরিবহন চালানো সমস্যার, এ কথা মেনে নিয়েই নভেম্বরের ২৪ তারিখ পর্যন্ত উড়ান নিষেধাজ্ঞা জারি রেখেছে কেন্দ্রীয় অসামরিক উড়ান পরিবহন মন্ত্রক।
তবে অস্থায়ীভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানিতে আন্তর্জাতিক উড়ান চালানো হবে বলে জানান হয়েছে মন্ত্রকের তরফে। লকডাউনের শুরুতে যাত্রী পরিবহনের ক্ষেত্রে প্রতিটি বিমানে মোট আসন সংখ্যার ৩০ থেকে ৩৫ শতাংশ যাত্রী নেওয়ার নিয়ম জারি থাকলেও বর্তমানে তা বাড়িয়ে ৪৫ শতাংশ পর্যন্ত করা হয়েছে।
এদিকে যাত্রার সময়ের উপর ভিত্তি করে বড় বদল এল বিমান ভাড়ায়। সাতটি ভাগে ভাগ করা হয়েছে বিমান যাত্রার সময়কে। আর সেই মোতাবেক বেঁধে দেওয়া হয়েছে ভাড়াও। এবার বিমান যাত্রায় সবচেয়ে কম ভাড়া ২০০০টাকা। ৪০ থেকে ৬০ মিনিটের যাত্রায় ভাড়া হবে, ২০০০ থেকে ৬০০০ টাকা, ৬০-৯০ মিনিটের জন্য ভাড়া ২৫০০ টাকা থেকে ৭৫০০ টাকা, ৯০-১২০ মিনিটের জন্য ৩০০০ থেকে ৯০০০ টাকা, ১২০ থেকে ১৫০ মিনিটের জন্য ৩৫০০-১০ হাজার টাকা ভাড়া, ১৮০ থেকে ২১০ মিনিটের মধ্যে যাত্রার সময় হলে ভাড়া হবে ৬৫০০ টাকা থেকে ১৮ হাজার ৬০০ টাকা।
যদিও দেশের সব রাজ্যে বিমান চলাচলের ক্ষেত্রে এক এক রকম নিয়ম লাগু রয়েছে। তাই কোন দিন কোথায় কোথায় বিমান চলবে তা নির্ধারণ করবে উড়ান সংস্থাগুলিই। পর্যাপ্ত যাত্রীর বুকিং পেলেই চালানো হবে বিমান এমনটাই জানান হয়েছে। কলকাতায় ৩১ জুলাই পর্যন্ত বন্ধ রয়েছে উড়ান পরিষেবা। পাশাপাশি রাজ্য সরকারে জারি করা সপ্তাহে দু'দিন করে লকডাউনের দিনও কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে কোনও বিমান চলাচল করবে না, এমনটাও জানান হয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন