scorecardresearch

ব্রিটেনের মাটিতে তিরঙ্গার চূড়ান্ত অসম্মান, হাইকমিশনারকে তলব করল দিল্লি

বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে……….

Khalistan, Khalistan movement, pro-Khalistan, Khalistan, Khalistan movement, pro-Khalistan, Indian Express, India news, current affair
ব্রিটেনের মাটিতে চূড়ান্ত ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত অসম্মান, হাইকমিশনরকে তলব করল দিল্লি

পাঞ্জাব কাণ্ডের আঁচ গিয়ে পড়ল ব্রিটেনেও। পাঞ্জাব পুলিশ শনিবার অমৃতপালের বিরুদ্ধে একটি বড়সড় অভিযানে নামে। যদিও তার নাগাল না ছুঁতে পারলেও ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে অমৃতলাল সিংয়ের কাকা ও তার গাড়ির চালককে।
গতকাল লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখায় খালিস্তানপন্থীরা। সেই সময় হাইকমিশনের ভারতীয় পতাকা নামিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।

এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গোটা ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে দিল্লি। ইতিমধ্যেই দিল্লিতে তলব করা হয়েছে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ক্রিস্টিনা স্কটকে। সোশ্যাল মিডিয়ায় রবিবার একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনে একজন শিখ ব্যক্তি জাতীয় পতাকা নামিয়ে দিচ্ছে। এরপরই নড়েচড়ে বসে তাই ডেপুটি হাইকমিশনারকে তলব করা হয় এই ঘটনায় কড়া অবস্থান নিয়েছে বিদেশমন্ত্রক।

সূত্রের খবর, এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকমিশনার অ্যালেক্স এলিস দিল্লিতে না থাকায় ব্রিটেনের ডেপুটি হাইকমিশনার ক্রিস্টিনা স্কটকে বিদেশ মন্ত্রকে তলব করা হয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে, ‘লন্ডনে ভারতীয় হাইকমিশনে বিচ্ছিন্নতাবাদী তাণ্ডবের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিটেনের কাছে ব্যাখ্যাও চাওয়া হয়েছে।

বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, এটা প্রত্যাশিত যে ব্রিটেনের সরকার ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করবে, এবং তাদের দ্রুত গ্রেফতার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। পাশাপাশি এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: India flag taken down in uk british dy high commissioner summoned