গার্ড অফ অনারে সম্মানিত গ্রিসের প্রধানমন্ত্রী। স্ত্রীকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছেন কিরিয়াকোস মিৎসোটাকিস ।
গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস এবং তাঁর স্ত্রী মারেভা গ্রাবভস্কি-মিতসোটাকিস রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছেন। তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রীক প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার দিয়ে সম্মানিত করা হয়।
কিরিয়াকোস মিৎসোটাকিস তাঁর স্ত্রীকে নিয়ে রাজঘাটে যান। সেখানে তিনি মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান। গ্রিসের প্রধানমন্ত্রী বলেছেন, ভারত সফর তাঁর জন্য অত্যন্ত সৌভাগ্যের। তিনি বলেন, ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব উন্নত করার লক্ষ্যে তাঁর দেশ সব সময় কাজ করে যাবে।
কিরিয়াকোস মিৎসোটাকিস মিডিয়াকে সম্বোধন করে বলেছেন, “কয়েক মাস আগে প্রধানমন্ত্রীর গ্রিস সফরের সঙ্গে সঙ্গতি রেখে রাষ্ট্রীয় সফরে ভারতে আসা আমার জন্য এক সৌভাগ্যের বিষয়। ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গ্রিসের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কৌশলগত অংশীদারিত্বের পাশাপাশি উভয় দেশের অর্থনীতিকে চাঙ্গা করার উদ্দেশ্যে দু'দেশেই হাত বাড়িয়ে দেবে। এখানে আসা সত্যিই সৌভাগ্যের বিষয়, আমি প্রধানমন্ত্রী হিসেবে মোদীর সঙ্গে আলোচনার অপেক্ষায় আছি। গ্রিসের প্রধানমন্ত্রী ২১ এবং ২২ ফেব্রুয়ারি ভারতে রাষ্ট্রীয় সফরে রয়েছেন।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এক ভাষণে বলেন, "গ্রিসের জন্য, আমাদের দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বিশেষ গুরুত্ব বহন করে এবং আমরা কৌশলগত অংশীদারিত্ব এবং আমাদের অর্থনৈতিক উন্নতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করার সুযোগ পাব।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে তাঁর আলোচনার আগে মিৎসোটাকিসকে রাষ্ট্রপতি ভবনের সামনে একটি আনুষ্ঠানিক স্বাগত জানানো হয়। সকালে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি এক্স-এ এক পোস্টে লিখেছেন, "আজ গ্রীসের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিশেষ গুরুত্বপূর্ণ। ভারত-গ্রীসের মধ্যে সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোদীর সঙ্গে আলোচনায় বসবেন মিৎসোটাকিস। কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করার জন্য উন্মুখ দু'দেশেই" ।