scorecardresearch

বড় খবর

‘তোমার সাফল্য তরুণদের প্রেরণা’, ব্রোঞ্জজয়ী লভলিনাকে ট্যুইটে কুর্নিশ মোদী-শাহের

Tokyo Olympic 2020: এদিন ট্যুইট করে ব্রোঞ্জজয়ী এই ক্রীড়াবিদকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Lovlina, Tokyo, Womens Boxing
এদিন সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জ জিতেছেন এই বক্সার।

Tokyo Olympic 2020: টোকিও অলিম্পিকে ভারতের তৃতীয় পদক।মহিলা বক্সিং ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন লাভলিনা বোরগোহাঁই। সেমিফাইনালে তিনি হেরেছেন বিশ্ব চ্যাম্পিয়ন তুরস্কের প্রতিপক্ষ বুসেনাজ সুরমেনেলির কাছে। এর আগে কোয়ার্টার ফাইনালে চিনা তাইপেইয়ের প্রতিপক্ষকে হারিয়ে দেশের জন্য পদক নিশ্চিত করে ফেলেছিলেন লাভলিনা। এদিন লভলিনার ব্রোঞ্জ নিশ্চিত হতেই অভিনন্দনের বন্যায় ভেসে গিয়েছেন এই ক্রীড়াবিদ।

ট্যুইট করে তাঁকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তাঁর ট্যুইট, ‘ভালো লড়েছ লভলিনা। বক্সিং রিংয়ে তাঁর সাফল্য অন্য ভারতীয়দের অনুপ্রেরণা দেবে। টোকিওয় ব্রোঞ্জ জেতার জন্য অভিনন্দন। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা।‘ চ্যাম্পিয়নের মতো লড়েছ। লভলিনাকে ট্যুইট করে এভাবেই অভিনন্দন জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি লেখেন, ‘তোমার অধ্যাবসায় তরুণ ক্রীড়াবিদদের সেরাটা দিতে উদ্বুদ্ধ করবে। ব্রোঞ্জ পদক জেতার জন্য তোমাকে আন্তরিক অভিনন্দন।‘ পড়ুন সেই ট্যুইট:

একইভাবে এদিন ট্যুইট করে ব্রোঞ্জজয়ী এই ক্রীড়াবিদকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।তিনি লেখেন, ‘তোমার পরিশ্রম এবং সঙ্কল্পের জোরে দেশকে গর্বিত করেছ। অলিম্পিকে তোমার ব্রোঞ্জ পদক তরুণদের প্রতিবন্ধকতা জয় করতে সাহায্য করবে।‘ পরুন সেই ট্যুইট:

এদিকে, বুধবার তুরস্কের প্রতিপক্ষের বিরুদ্ধে লড়েও জয় নিশ্চিত করতে পারেনি অসমের এই ক্রীড়াবিদ। তাঁর পক্ষে ফল ০-৫। তবে টোকিও অলিম্পিক বক্সিংয়ে ব্রোঞ্জ জিতে বিজেন্দ্র সিং, মেরি কমের সঙ্গে একসারিতে উঠে এলেন লভলিনা। ভারতের দ্বিতীয় মহিলা ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক বক্সিংয়ে পদক জিতলেন লভলিনা।এর আগে ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন মেরি কম। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ যেতেন বিজেন্দ্র সিং।

এদিন লভলিনার ব্রোঞ্জ নিশ্চিত হতেই তাঁকে ট্যুইটে অভিনন্দন জানান বিজেন্দ্র সিংও।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: India hails lovlinas suceess to tokyo and pours wishes sports