Advertisment

রাজ্যগুলোকে জরুরি নির্দেশ কেন্দ্রের! চিনে নিউমোনিয়ার প্রাদুর্ভাব, করোনার মতই ভয়ংকর?

করোনার মতই প্রভাব ফেলছে শ্বাসযন্ত্রে।

author-image
IE Bangla Web Desk
New Update
China Pneumonia

মুখোশ পরে বাসিন্দারা শুক্রবার বেজিংয়ের এক শিশু হাসপাতালের পাশ দিয়ে যাচ্ছেন। (ছবি: এপি)

গত ডিসেম্বরে এমনই এক সময়ে চিন কোভিড-১৯ বিধিনিষেধ তুলে নিয়েছিল। তারপর বছর ঘুরে করোনা পরবর্তী সময়ে প্রথমবার পুরোদস্তুর শীতের মরশুম উপভোগ করার মুখে চিনের বাসিন্দারা। আর, সেই সময়ই প্রতিবেশী দেশটিতে ফের বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগের সংখ্যা। পরিস্থিতি এতটাই ঘোরালো যে আতঙ্কিত মোদী সরকারও। এই ধরনের অসুস্থতা মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনাও শুরু করেছে নয়াদিল্লি। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে নির্দেশ দিয়েছে, সেই প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে।

Advertisment

স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোয় উত্তর চিনে শিশুদের শ্বাসকষ্টজনিত অসুস্থতা বৃদ্ধির ইঙ্গিত করে সাম্প্রতিক প্রতিবেদনগুলোর প্রেক্ষিতে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সতর্কতা হিসেবে প্রস্তুতিমূলক ব্যবস্থাগুলো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান ইনফ্লুয়েঞ্জা এবং শীতের প্রেক্ষিতে এটি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। যার ফলে, শ্বাসকষ্টজনিত রোগের ঘটনা বৃদ্ধির দিকে নজর রাখতে বলা হয়েছে। ভারত সরকার পরিস্থিতি পর্যালোচনা করছে। একইসঙ্গে সরকার আশ্বস্ত করে জানিয়েছে, এখনই কোনও বড় আশঙ্কার কারণ নেই।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একইসঙ্গে জানিয়েছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের একটি চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে অবিলম্বে জনস্বাস্থ্য এবং হাসপাতালের প্রস্তুতিমূলক ব্যবস্থা পর্যালোচনার পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতালের কর্মীসংখ্যা, হাসপাতালের শয্যা, ইনফ্লুয়েঞ্জার জন্য ওষুধ ও ভ্যাকসিন, মেডিকেল অক্সিজেন, অ্যান্টিবায়োটিক, ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম, টেস্টিং কিট এবং রিএজেন্ট, অক্সিজেন প্ল্যান্ট এবং ভেন্টিলেটরগুলোর কার্যকারিতা, সরঞ্জামে সংক্রমণ নিয়ন্ত্রণের ব্যবস্থার মত যাবতীয় বিষয় খতিয়ে দেখতে চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ২৬/১১ কি জারদারির প্রতারণা, বদলে দিয়েছিল ভারত ও পশ্চিমী শক্তির সম্পর্ক?

কেন্দ্রীয় সরকার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে চলতি বছরের শুরুতে 'কোভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে জারি করা সংশোধিত নজরদারি নির্দেশিকা' বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। এই নজরদারিতে ইনফ্লুয়েঞ্জার মত অসুস্থতার (আইএলআই) কথা মাথায় রেখে শ্বাসযন্ত্রের রোগজীবাণুর ওপর নজর রাখতে বলা হয়েছে। পাশাপাশি, গুরুতর তীব্র শ্বাসযন্ত্রের অসুস্থতা (SARI)-র দিকেও নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ILI/SARI-র প্রবণতাগুলোর ওপর জেলা এবং রাজ্য স্বাস্থ্য দফতর নজর রাখবে। বিশেষ করে শিশু এবং কিশোর-কিশোরীদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

India china State China Corona flu influenza
Advertisment