Advertisment

প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে? সামনে এল বিরাট আপডেট

কোভিড মহামারীর কারণে, ২০২১ এবং ২০২২ সালে প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময় কোনও প্রধান অতিথিকে আমন্ত্রণ জানানো হয়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
Emmanuel Macron, India invites Emmanuel Macron for Republic Day celebrations, Emmanuel Macron Republic Day chief guest, French President, PM Modi Bastille Day parade, PM Modi France, India-France relations",

প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে? সামনে এল বিরাট আপডেট

২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হাজির থাকতে চলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি প্রেসিডেন্টকে ২৪-এর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে।সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।

Advertisment

গত জুলাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এক বৈঠকে অংশ নেন। 'বাস্তিল ডে প্যারেডে' অংশ নিতে ফ্রান্সে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি সম্মানিত অতিথি হিসেবে কুচকাওয়াজে অংশ নেন। মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ নিজেই। ভারত এবং ফ্রান্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী ফ্রান্সকে শুভেচ্ছাও জানিয়েছেন। পাশাপাশি ফ্রান্সের সর্বোচ্চ সম্মান হল ‘লেজিয়ঁ দ’ নর’-এ ভূষিত করা হয় মোদীকে।

চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত G20 বৈঠকে অংশ নিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও দিল্লি আসেন। ভারত জি-২০ এর আয়োজক দেশ ছিল। G20 বৈঠকের ফাঁকে, প্রধানমন্ত্রী মোদী এবং ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল।

বৈঠকের পরে, প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে তিনি ভারত-ফ্রান্স সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। উভয় নেতা প্রতিরক্ষা অংশীদারিত্ব বাড়ানোর প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন। উল্লেখ্য ফ্রান্সের কাছ থেকে রাফালে যুদ্ধবিমান কিনেছে ভারত। ম্যাক্রোঁ হবেন ষষ্ঠ ফরাসি নেতা যিনি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। কোভিড মহামারীর কারণে, ২০২১ এবং ২০২২ সালে প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময় কোনও প্রধান অতিথিকে আমন্ত্রণ জানানো হয়নি।

ভারত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু তিনি জানুয়ারিতে নয়াদিল্লি সফরে আসতে পারবেন না বলেই জানান।

Republic Day
Advertisment