/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-75.jpg)
ভয়ঙ্কর যুদ্ধপরিস্থিতি, নির্দেশিকা জারি ভারতের
শনিবার (অক্টোবর ৭) প্যালেস্তাইনি জঙ্গিরা দক্ষিণ ও মধ্য ইজরায়েলে রকেটবর্ষণ শুরু করে। আর, কয়েক ডজন প্যালেস্তাইনি জঙ্গি সীমান্ত পেরিয়ে ইজরায়েলে প্রবেশের চেষ্টা চালায়। এরপরেই যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল। সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, জঙ্গি সংগঠন হামাসের হামলায় অন্তত ১০০ জন ইজরায়েলি নিহত এবং ৭৪০ জনেরও বেশি আহত হয়েছে।
প্যালেস্তাইনি জঙ্গিগোষ্ঠী হামাসকে এই আক্রমণের জন্য দায়ী করে, ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা নিশানা করে হামলা চালাতে শুরু করে। সেই হামলায় অন্ততপক্ষে ১৯৮ জন প্রাণ হারিয়েছেন, আহত ১,৬১০ বলেই শেষ পাওয়া খবরে জানা গিয়েছে।ইজরায়েলের সঙ্গে প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস যুদ্ধ আবহে ভারত নাগরিকদের জন্য এক নির্দেশিকা জারি করেছে।
মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আবহাওয়া। প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাসকে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েলও। ইজরায়েলের ওপর শক্তিশালী হামলার পরিপ্রেক্ষিপ্তে ইজরায়েল হামাসকে ভয়ঙ্কর পরিণতির হুমকি দিয়েছে। ইজরায়েলে হামাসের হামলার পর উত্যপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এখন ইজরায়েলও পালটা হামলা চালিয়েছে। এমন পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করেছে ভারত সরকার। ভারত সরকার ইজরায়েলে বসবাসরত ভারতীয় নাগরিকদের অপ্রয়োজনীয় কাজকর্ম এড়িয়ে নিরাপদ স্থানে থাকার অনুরোধ জানিয়েছে।
India issues advisory for its nationals in Israel amid Hamas terrorists' attack on Israel pic.twitter.com/OqBYlCa6cH
— ANI (@ANI) October 7, 2023
নির্দেশিকায় বলা হয়েছে, ইজরায়েলে বসবাসরত ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করেছে ভারত। এর পাশাপাশি, ভারত সরকার ইজরায়েলকে স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করার পরামর্শ দিয়েছে। সরকার ভারতীয় নাগরিকদের অপ্রয়োজনীয় কাজকর্ম এড়িয়ে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে।
ইসরাইল ও প্যালেস্তাইনের জঙ্গি সংগঠনহামাস বর্তমানে যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে। হামাস ইজরায়েলে ৫ হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে বলেই খবর। যার জেরে ফের মধ্যপ্রাচ্যে যুদ্ধের সাইরেন বেজে উঠেছে। ইজরায়েল হামাসকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে। গাজা থেকেও সন্ত্রাসবাদীরা ইজরায়েলে প্রবেশ করেছে বলে খবর। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে শুধু রকেট হামলাই নয়, হামাসের যোদ্ধারা সীমান্ত পেরিয়ে ইজরায়ের অনুপ্রবেশ করেছে। হামাস থেকে ক্রমাগত রকেট ছোড়া হয়েছে।
এদিকে, ইজরায়েল এলাকার বাসিন্দাদের ঘর থেকে বাইরে না বেরোনোর আহ্বান জানিয়েছে। ইজরায়েলও হামাসের বিরুদ্ধে রকেট হামলার অভিযোগ এনেছে। ইজরায়েলের বিদেশ মন্ত্রক গাজা উপত্যকার জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে। ‘যুদ্ধের প্রস্তুতি’ ঘোষণা করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। গাজা উপত্যকায় হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইজরায়েলের জেট বিমান। সশস্ত্র গোষ্ঠী হামাস আজ ভোরে রকেট হামলা শুরু করার পর শনিবার ইজরায়েলি বিমান বাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে। ইজরায়েলি বিমান বাহিনী জানিয়েছে, কয়েক ডজন যুদ্ধবিমান হামাসের লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি স্থানে হামলা চালাচ্ছে।