ভারত ও জাপান বুধবার তাদের দশম রাউন্ডের বৈঠকে পারমাণবিক, রাসায়নিক এবং জৈব অস্ত্রের নিরস্ত্রীকরণ, মহাকাশের নিরাপত্তার মত একাধিক উন্নয়নের বিষয়ে মতামত বিনিময় করেছে। বিদেশ মন্ত্রকের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব মুয়ানপুই সায়াভি, আর জাপানি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র কাতসুরো কিতাগাওয়া। উল্লেখ্য ২০১৬ সালে জাপান সফরের সময়, প্রধানমন্ত্রী মোদী প্রয়াত প্রাক্তন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সাথে একটি বেসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিলেন।
গত দুই দশকে জাপান-ভারত নিরাপত্তা অংশীদারিত্ব ক্রমাগতভাবে উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে। যেহেতু জাপান এবং ভারত উভয়ই চিনের ক্রমবর্ধমান আগ্রাসী আচরণের মুখোমুখি হচ্ছে, টোকিও এবং দিল্লির নিরাপত্তা সহযোগিতা গভীর করার যথেষ্ট কারণ রয়েছে। গত বছরের মে মাসে হিরোশিমায় G-7 সম্মেলনের ফাঁকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।২০২৩ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী কিশিদার ভারত সফরের পর এটি ছিল তাদের দ্বিতীয় বৈঠক।