দেশের কোভিড-গ্রাফ ঊর্ধ্বমুখী। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে ৩৭ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। পাল্লা দিয়ে দেশে বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
বেড়েই চলেছে সংক্রমণ। ফের একবার কার্যত দেশজুড়ে করোনা-সুনামি বইছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৩৭৯ জন। একদিনে দেশে করোনামুক্ত হয়েছেন ১১ হাজার ৭ জন। এই মুহুর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৭১ হাজার ৮৩০। বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। দেশে এখনও পর্যন্ত করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮৯২।
মহারাষ্ট্রেই ওমিক্রনের সংক্রমণ ছড়িয়েছে সর্বাধিক। মারাঠাভূমে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬৮। মহারাষ্ট্রের পরেই ওমিক্রন প্রভাবিত রাজ্যগুলির তালিকায় দ্বিতীয় স্থানে দিল্লি। রাজধানীতে করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৮২। কেরলে ১৮৫, রাজস্থানে ১৭৪ ও গুজরাতে এখনও পর্যন্ত ১৫২ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন- প্রথমদিনেই ৪১ লক্ষের বেশি ডোজ কিশোর-কিশোরীদের, সবচেয়ে বেশি মধ্যপ্রদেশে
ফের একবার দেশজুড়ে করোনার সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। সংক্রমিত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। দিল্লির মুখ্যমন্ত্রী জনিয়েছেন, তিনি করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতেই নিজেকে আইসোলেশনে রেখেছেন তিনি। গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককে আইসোলেশনে যেতে অনুরোধ জানিয়েছেন কেজরিওয়াল। গত কয়েক সপ্তাহ ধরে কেজরিওয়াল পঞ্জাব, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে দলের হয়ে একাধিক নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন।
Read full story in English