Advertisment

দেশে করোনা আক্রান্তের সংখ্যা কপালে ভাঁজ ফেলেছে, ২৪ ঘন্টার পরিসংখ্যান ভয় ধরাবে

২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
covid-19 cases

হাসপাতালগুলোতে করোনা পরীক্ষা বাড়ানো হয়েছে। (প্রতিনিধি/এক্সপ্রেস ছবি অমিত মেহরা)

দেশজুড়ে ক্রমশ চওড়া হচ্ছে করোনার থাবা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট অনুসারে দেশে মাত্র ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯৮ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। পাশাপাশি দেশে এখন পর্যন্ত নয়া কোভিড ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ১৫৭ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে দেশে মোট অ্যাকটিভ কোভিড ১৯-এ আক্রান্তের সংখ্যা ৪,০৯১।

Advertisment

SARS-CoV-2 কনসোর্টিয়ামের তথ্য অনুসারে, কোভিড-১৯ সাব-ভ্যারিয়েন্ট JN.1-এ আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ১৫৭টি। যার মধ্যে কেরলে আক্রান্তের সংখ্যা ৭৮টি। এরপরই রয়েছে গুজ রাট। যেখানে নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ৩৪।

বেশ কয়েক সপ্তাহ ধরে দেশে হুহু করে বেড়েই চলেছে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা। INSACOG-এর তথ্যে দেখা গেছে যে চলতি বছরের ডিসেম্বরে দেশে রেকর্ড করা ১৪১ জন নয়া ভ্যারিয়েন্ট JN.1 -এ আক্রান্ত। যেখানে নভেম্বরে এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ১৬।

COVID-19
Advertisment