National Today News Update: প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর যে অংশে সেনা ও সমরাস্ত্র মজুত করেছিল ভারত ও চিন, তা ক্রমেই প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হল। নীরব মোদী এবং মেহুল চোকসির প্রায় ১৩৫০ কোটি টাকার মূল্যবান সামগ্রী দেশে ফেরাল ইডি। এদিকে, লকডাউনের মধ্যেই নয়া সিদ্ধান্ত নিতে চলেছে রেল। করোনা আবহে সুখবর দিলেন মোদী। দেশের সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ঝলকে...
মোদী-চোকসির ১৩৫০ কোটি মূল্যের সামগ্রী দেশে ফেরাল ইডি
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারিতে অভিযুক্ত-পলাতক গয়না ব্যবসায়ী নীরব মোদী এবং মেহুল চোকসির প্রায় ১৩৫০ কোটি টাকার মূল্যবান সামগ্রী দেশে ফেরাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংযুক্ত আরব-আমীরশাহি এবং হংকং থেকে এই সব জিনিষ ফিরিয়ে আনা হয়েছে বলে খবর। মামা-ভাইপোর এই বিপুল পরিমাণ সম্পত্তির এই ভাগ ১০৮টি কনসাইনমেন্টের মাধ্যমে আনা হয়েছে।
ইডি একটি স্টেটমেন্টে জানায়, “এই মূল্যবান জিনিসগুলির মধ্যে রয়েছে হিরে, মুক্তো, মুক্তো এবং রূপোর গয়না ইত্যাদি। হংকংয়ের একটি লজিস্টিক সংস্থার গোডাউনে রাখা হয়েছিল এই দ্রব্যগুলি। আজ এগুলি সব মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয়েছে। এর ওজন প্রায় ২৩৪০ কিলোগ্রাম।”
ইডি জানিয়েছে এই সবকটি জিনিষ ২০১৮ সালের গোড়ার দিকে দুবাই থেকে হংকং-এ পাঠান হয়েছিল। ২০১৮ সালের জুলাই মাসে এই বিষয়ে গোপন তথ্য আসে এজেন্সি অফিসারদের কাছে। ইডি জানায়, “অফিসাররা সবসময় হংকংয়ের বিভিন্ন অথরিটির সঙ্গে যোগাযোগ রেখে গিয়েছিলেন এই সব সামগ্রীগুলিকে ফিরিয়ে আনতে। সে দেশের সব নিয়মকানুন মেনে এবং আইনি প্রস্তুতি নেওয়ার পর এগুলিকে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।” (বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে বিদেশ থেকে মোদী-চোকসির ১৩৫০ কোটি মূল্যের সামগ্রী দেশে ফেরাল ইডি)
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
করোনায় দুঃসময়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার টুইট করে নমো লিখেছেন, ''দুটো খুব ভাল খবর রয়েছে। গুজরাতে গির অরণ্য়ে এশিয়ার সিংহের সংখ্য়া বেড়েছে প্রায় ২৯ শতাংশ। ভৌগলিক দিক থেকে, ডিস্ট্রিবিউশন এরিয়া বেড়েছে ৩৬ শতাংশ পর্যন্ত''।
Two very good news:
Population of the majestic Asiatic Lion, living in Gujarat’s Gir Forest, is up by almost 29%.
Geographically, distribution area is up by 36%.
Kudos to the people of Gujarat and all those whose efforts have led to this excellent feat.https://t.co/vUKngxOCa7 pic.twitter.com/TEIT2424vF
— Narendra Modi (@narendramodi) June 10, 2020
* এজন্য় গুজরাতবাসীকে অভিনন্দন জানিয়েছেন নমো।
* টুইটে মোদী লিখেছেন, গত কয়েক বছর ধরে গুজরাতে সিংহের সংখ্য়া বেড়েছে।
* প্রযুক্তির উপর জোর দেওয়া, বন্য়প্রাণীদের স্বাস্থ্য় পরিষেবা পরিকাঠামো, মানব-সিংহ লড়াইকে কমানোর মতো পদক্ষেপগুলি করার সুফল এটা।
দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ খবরগুলি পড়তে থাকুন
উত্তপ্ত উপত্যকা, গুলির লড়াইয়ে খতম ৫ জঙ্গি
এই নিয়ে তৃতীয়বার! ফের অশান্ত হল উপত্যকা। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে খতম পাঁচ জঙ্গি। রবিবার থেকে অশান্ত ছিল সোপিয়ান। জারি ছিল সেনা-জঙ্গি সংঘর্ষ। বুধবার ফের উত্তেজনা ছড়ায় এই এলাকায়। সেনাসূত্রের খবর, এখনও পর্যন্ত ১৪ জন জঙ্গির মৃত্যু হয়েছে।
কাশ্মীরের আইজিপি বিজয় কুমার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, "আজকের এই অপারেশনে পাঁচজন জঙ্গি মারা গিয়েছে। গত চারদিনে তিনটি অপারেশনে মোট ১৪ জন জঙ্গি মারা গিয়েছে। হিজাবুল মুজাহিদিনকে যথাযথ উত্তর দেওয়া হয়েছে।"
দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ খবরগুলি পড়তে থাকুন
সেনা সরাল ভারত-চিন, লাদাখে উত্তেজনা কমছে?
প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর যে অংশে সেনা ও সমরাস্ত্র মজুত করেছিল ভারত ও চিন, তা ক্রমেই প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হল। গালওয়ান ও লাদাখের হট স্প্রিং অঞ্চলের একাধিক এলাকা থেকেই বাহিনী প্রত্যাহার করেছে দুই দেশ। তবে, সেনা প্রত্যাহার প্রসঙ্গে সরকারিস্তরে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সব পরিস্থিতির নজরবন্দি রয়েছে, আগামী কয়েকদিন তা আরও দৃঢ় হবে।
* উত্তর সিকিম থেকে পূর্ব লাদাখ পর্যন্ত কয়েকটি জায়গায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘনের অভিযোগ চিনা সেনার বিরুদ্ধে।
* গালওয়ান উপত্যকা, প্যাংগং লেক-সহ একাধিক এলাকায় মুখোমুখি ভারত ও চিন সেনা সমাবেশ ।
* ভারতও প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা ও সমরাস্ত্র মজুত বাড়ায়। তৈরি হয় যুদ্ধের পরিস্থিতি।
* প্রকৃত নিযন্ত্রণক রেখায় ইন্দো-চিন উত্তেজনা প্রশমণে সক্রিয় হয় দু’দেশ ।
* কূটনৈতিক প্রক্রিয়ার পাশাপাশি গত শনিবার উভয় দেশের সেনার কোর কমান্ডার পর্যায়ের বৈঠক হয়।
* দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে ‘শান্তিপূর্ণ পথে’ ভারত-চিন সীমান্ত উত্তেজনার সমাধানে সম্মত দুই ভারত-চিন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
রেলের বিভিন্ন পদে কাজের দায়িত্ব সংযুক্ত করার পরিকল্পনা
লকডাউনের মধ্যেই নয়া সিদ্ধান্ত নিতে চলেছে রেল। ভারতীয় রেলের কর্মীদের কাজ শুধু নির্দিষ্ট ক্ষেত্রেই আর আটকে থাকবে না। বরং তাঁদের দিয়ে বিভিন্ন কাজ করানোর ভাবনা রেখেছে রেল। যেমন টিকিট চেকিং করা ছাড়াও এবার থেকে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) টিকিট চেকিংয়ের কাজ করতে পারবেন।
ইলেক্ট্রিশিয়ান, ম্যাসন, ফিটার, অফিস পিয়ন, অপারেটিং পিয়ন, ইঞ্জিনিয়ারিং পিয়ন, রেকর্ড শর্টার, গেটম্যান ট্র্যাকম্যান, পয়েন্টস ম্যান-এদের ট্রেনিং দিয়ে একাধিক কাজে লাগানো হতে পারে। অর্থাৎ রেলের কর্মক্ষেত্রেও ‘মার্জিং’ বা কাজ একত্রীকরণের ভাবনা রয়েছে। সূত্রের খবর, রেলওয়ে বোর্ড চূড়ান্ত বিবেচনার জন্য আঞ্চলিক রেলপথের সঙ্গে পরামর্শ করে যুগ্ম সচিবস্তরের আধিকারিকদের নিয়ে একটি আট সদস্যের কমিটিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
পদ্মভূষণপ্রাপক চিকিৎসক নরেশ ত্রেহানের বিরুদ্ধে মামলা দায়ের ইডির
দিল্লির গুরগাওয়ের মেদান্ত হাসপাতাল এবং চেয়ারম্যান ডাঃ নরেশ ত্রেহানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি এবং হাসপাতালের জমিজট নিয়ে মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। হরিয়ানা পুলিশে সম্প্রতি এই বিষয়ে একটি এফআইআর জমা পড়ে। আদালতের নির্দেশ মতো সেই মামলার তদন্তভার যায় ইডির হাতে।
উল্লেখ্য নরেশ ত্রেহান একজন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ এবং পদ্মভূষণ পুরস্কার প্রাপক। ২০০৪ সালে গ্লোবাল হেলথকে জমি বরাদ্দ নিয়ে এই মামলার সূত্রপাত। অভিযোগে বলা হয়েছে এই জমিটিতে একটি মেডিকেল কলেজ, রিসার্চ সেন্টার, নার্সিং স্টাফ কোয়ার্টার এবং গেস্টহাউস বানানোর কথা ছিল কিন্তু কেবল হাসপাতালই হয়েছে।
এক ইডি আধিকারিক বলেন, "২০১৯ সালে আমাদের কাছে এই মামলাটি আসে। কিন্তু আমরা তো স্বতপ্রণোদিতভাবে তদন্তে নামতে পারি না। আমরা অভিযোগটি হরিয়ানা সরকারের কাছে জমা দেই। স্থানীয় পুলিশ একটি মামলা দায়ের করেছে। আর্থিক দুর্নীতির অভিযোগে আমরা হাসপাতালের ১৫ জন-সহ চেয়ারম্যানকে আটক করেছি।"
মল্লিকার্জুন খাড়গে ও তাঁর পুত্রকে হুমকি ফোন, অভিযোগ দায়ের
কর্নাটকে কংগ্রেসের রাজ্যসভা প্রার্থী মল্লিকার্জুন খাড়গে ও তাঁরা ছেলে প্রিয়াঙ্ককে রবিবার ফোনে হুমকি দেওয়া হয়েছে। প্রিয়াঙ্ক এ ব্যাপারে রাজ্য পুলিশের প্রধানের কাছে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ অনুসারে খাড়গে রবিবার ভোর বেলা ল্যান্ডলাইনে মল্লিকার্জুনের কাছে ফোন আসে। পরে নিজের মোবাইল ফোনে একটি প্রাইভেট নম্বর থেকে ফোন পান প্রিয়াঙ্ক। প্রিয়াঙ্ক, যিনি নিজেও একজন কংগ্রেস বিধায়ক, অভিযোগে বলেন যিনি ফোন করেছিলেন তিনি হিন্দি ও ইংরেজিতে কথা বলছিলেন এবং তাঁরা বাবার বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলছিলেন। রাজ্য সভার ভোট নিয়ে কথা বলা হয় ওই ফোনে, ও মল্লিকার্জুনকে হুমকিও দেওয়া হয়।
প্রিয়াঙ্ক এ বিষয়ে রাজ্য পুলিশের ডিজি প্রবীণ সুদের কাছে এ নিয়ে অভিযোগ দায়ের করেন এবং প্রাক্তন বিধান পরিষদ সদস্য রমেশ বাবু মঙ্গলবার এই অভিযোগ পত্রের কপি টুইটে শেয়ার করেন।
বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে,
সোশাল মিডিয়ায় ভুয়ো তথ্য আটকাতে টেন্ডার সরকারি সংস্থার
কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের অধীন সরকারি সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)একটি টেন্ডার ডেকেছে। যেসব সংস্থা সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে তথ্য যাচাই ও ভুয়ো খবর চিহ্নিত করার ব্যাপারে সমাধান ও পরিষেবা দিতে পারবে তাদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।
এই টেন্ডারে তাদেরই ডাকা হয়েছে, যারা সোশাল মিডিয়ায় ফেক নিউজ ও মিথ্যা তথ্যের মোকাবিলা করতে পারবে, এবং শুধু তাই নয়, এর পিছনের যারা চাঁই তাদের এবং তাদের ভৌগোলিক অবস্থান চিহ্নিত করতে পারবে।
মন্ত্রকের এক মুখপাত্র বলেন, “আমরা এখনও ফের নিউজের গাইডলাইন নিয়ে কাজ করছি। প্রেস ইনফর্মেশন ব্যুরো যে কোনও ভাইরাল হওয়া খবরের ফ্যাকট চেক করে। কিন্তু সোশাল মিডিয়া সম্পূর্ণ অন্য।”
এতদিন পর্যন্ত সরকার ফেক নিউজ ও ভুয়ো তথ্য আটকাতে সোশাল মিডিয়া সংস্থাগুলির উপরেই ভার চাপিয়ে এসেছে। ২০১৮ সালের অগাস্ট মাসে তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবি শংকর প্রসাদ সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে ফেক নিউজ ও ভুয়ো তথ্য আটকাতে তাদের প্রযুক্তি দৃঢ় করার কথা বলেন। ২০১৮ সালে সারা দেশে পরপর গণপ্রহারের ঘটনার প্রেক্ষিতে রবিশংকর এই মন্তব্য করেছিলেন।
ডিওয়াইএফআই প্রেসিডেন্টের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন পিনারাই বিজয়ন-কন্যা
চলতি মাসেই সিপিআই(এম) নেতা তথা ভারতের ডিওয়াইএফআই প্রেসিডেন্ট পি এ মহম্মদ রিয়াজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-কন্যা বীণা টি। এক্সালজিক সলিউশন প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরের পদ সামলান বীণা। অন্যদিকে রিয়াজের পরিচয় তিনি সিপিআই(এম)-এর রাজ্য কমিটির সদস্য, যুব শাখার প্রধানও। আগামী ১৫ জুন লকডাউন বিধি মেনে অল্প সংখ্যক লোক নিয়েই বিয়ের অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। বীণার আগেরপক্ষের একটি ছেলে আছে, রিয়াজের আগের পক্ষের দুটি ছেলে আছে।
দিনের সব গুরুত্বপূর্ণ জাতীয় খবরগুলি পড়ুন এই প্রতিবেদনে