কুলভূষণ যাদবকে দ্বিতীয়বাবের জন্য় কনস্য়ুলার অ্য়াকসেস দিল পাকিস্তান। এদিকে, করোনা পরিস্থিতিতে দেশে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু নিয়ে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সঙ্গে দ্বিপাক্ষিক বাবল করা হয়েছে বলে জানাল কেন্দ্র। অন্য়দিকে, রাজস্থানের রাজনীতিতে টানটান নাটক। কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব এবার গড়াল হাইকোর্টে। দেশের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...
কুলভূষণ যাদবকে দ্বিতীয় কনস্য়ুলার অ্য়াকসেস পাকিস্তানের
কুলভূষণ যাদবের কনস্য়ুলার অ্য়াকসেস নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সরব হল ভারত। কুলভূষণের কনস্য়ুলার অ্য়াকসেস বাধাহীন ভাবে হয়নি বলে অভিযোগ করেছে নয়া দিল্লি। কুলভূষণ যে চাপের মধ্য়ে রয়েছে, দৃশ্য়ত সেটা বোঝা গিয়েছে। উল্লেখ্য়, এ নিয়ে দ্বিতীয়বার যাদবকে কনস্যুলার অ্য়াকসেস দিল পাকিস্তান।
*ভারতের অনুরোধেই ইসলামাবাদ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি।
*উল্লেখ্য়, মৃত্য়ুদণ্ডের সাজা পুনর্বিবেচনার জন্য় রিভিউ পিটিশন দায়েরের বদলে প্রাণভিক্ষার আর্জি জানাতে চান কুলভূষণ, কিছুদিন আগে এমন দাবিই করেছিল পাকিস্তান।
*চরবৃত্তির অভিযোগে প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর অফিসার কুলভূষণকে মৃত্য়ুদণ্ডের সাজা দিয়েছে সে দেশের আদালত।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
দেশে চালু হচ্ছে আন্তর্জাতিক বিমান, ফ্রান্স-আমেরিকার সঙ্গে 'এয়ার বাবল' ভারতের
করোনা পরিস্থিতিতে দেশে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু নিয়ে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সঙ্গে দ্বিপাক্ষিক বাবল করা হয়েছে। যার মাধ্য়মে এই দেশগুলির মধ্য়ে বিমান পরিষেবা শুরু করা যাবে। এয়ার বাবলের মাধ্য়মে করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু করা হবে বলে বৃহস্পতিবার জানালেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী।
*এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, '' আগামী ১৮ জুলাই থেকে ১ অগাস্ট পর্যন্ত দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও প্য়ারিসের মধ্য়ে ২৮টি বিমান চালাবে এয়ার ফ্রান্স। আগামী ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ভারত ও আমেরিকার মধ্য়ে ১৮টি বিমান চালাবে ইউনাইটেড এয়ারলাইন্স''। পুরী আরও জানিয়েছেন, দিল্লি ও নিউইয়র্কের মধ্য়ে রোজ বিমান চালাবে ইউনাইটেড এয়ারলাইন্স। দিল্লি ও সানফ্রান্সিসকোর মধ্য়ে সপ্তাহে ৩ বার বিমান চালাবে ইউনাইটেড এয়ারলাইন্স।
*কেন্দ্রীয় মন্ত্রী এদিন জানিয়েছেন, ব্রিটেনের সঙ্গে বাবলের মাধ্য়মে বিমান চালুর পরিকল্পনা করা হচ্ছে। যার ফলে দিল্লি ও লন্ডনের মধ্য়ে রোজ ২টি করে বিমান চলাচল করবে। তিনি আরও জানিয়েছেন, ''ভারতে বিমান চালুতে অনুমতির জন্য় জার্মানের বিমানসংস্থাগুলির কাছেও অনুরোধ জানিয়েছি''।
দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
কংগ্রেসে মরুঝড়, হাইকোর্টে গেল টিম পাইলট
রাজস্থানের রাজনীতিতে টানটান নাটক। কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব এবার গড়াল হাইকোর্টে। শচীন পাইলট-সহ ১৯ বিধায়ককে দেওয়া স্পিকারের বরখাস্তের নোটিসকে চ্য়ালেঞ্জ করে রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হলেন পাইলট অনুগামী বিধায়ক পৃথ্বীরাজ মিনা। এ মামলায় টিম পাইলটের সংশোধিত আবেদন গ্রহণ করল হাইকোর্ট। শুক্রবার দুই বিচারপতির বেঞ্চে এ মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য়, আজ দুপুর ৩টেয় এ মামলার শুনানি শুরু হয়। সেই শুনানি মুলতুবি করা হয়।জানা যায়, পিটিশন সংশোধন করার জন্য় সময় চেয়েছে টিম পাইলট। তারপরই শুনানি মুলতুবি করা হয়। যদিও কতটা সময় চেয়েছেন, সে ব্য়াপারে স্পষ্ট করেননি তখন মামলাকারীরা। এদিন আইনজীবী হরিশ সালভে বলেন, রাজস্থানের স্পিকারের বরখাস্তের নোটিসের সাংবিধানিক বৈধতাকে চ্য়ালেঞ্জ জানাতে চান বিক্ষুব্ধ বিধায়করা।
উল্লেখ্য়, দলের হুইপ অমান্য় করে কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক এড়িয়েছেন বিধায়করা। এই অভিযোগ জানিয়ে ১৯ জন বিধায়ককে মঙ্গলবার নোটিস পাঠান স্পিকার।
দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা সরানোর কাজ জটিল হচ্ছে
পূর্ব লাদাখ থেকে ভারত-চিন দুই দেশের সমর্থনেই শুরু হয়েছে সেনা সরানোর কাজ। কিন্তু সেনাদের পক্ষ থেকে বলা হয়েছে ক্রমশ জটিল হয়ে পড়ছে এই সেনা সরানোর কাজ। সেই কারণেই পুরো বিষয়টিতে সবসময় লক্ষ্য রাখা হচ্ছে।
*সেনার তরফে এও জানান হয়েছে যে ১৪ জুলাই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই-এর যে বৈঠক হয় সেই মতো এই সেনা সরানোর প্রক্রিয়া চলতে থাকে। প্রথম পর্যায়ে উচ্চপদস্থ আধিকারিকেরা ঠিক করেছিলেন যে কিছু সেনা সরানো হবে এবং পরবর্তী বৈঠকের আরও বেশি সংখ্যক সেনা সরানো হবে।” সেনা সূত্রে এও জানান হয় যে, “এই সিদ্ধান্তে দু পক্ষেরই মত ছিল। যদিও জটিল তাই সবসময় নজরদারি চলছে।”
*তবে ভারত-চিন সীমান্ত বৈঠক ইতিবাচক এমন আশ্বাসই দেওয়া হয়েছে ভারতীয় সেনাসূত্রে। তবে পরিস্থিতি শান্ত হতে আরও অনেক সময় লাগবে এবং কূটনৈতিক-মিলিটারি মহলে আরও বৈঠকের ও প্রয়োজন। গালওয়ান উপত্যকা থেকে সেনা সরানোর কাজ হলেও প্যানগং-এ এখনও চিনা সেনা মোতায়েন করা রয়েছে।
দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
করোনায় আক্রান্ত কবি ভারভারা রাও
করোনা আক্রান্ত কবি-সমাজকর্মী ভারভারা রাও। এলগার পরিষদকাণ্ডে অভিযুক্ত ৮০ বছর বয়সী ভারভারা রাও। তালোজা সেন্ট্রাল জেল থেকে তাঁকে জেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
* হাসপাতালে তাঁর করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার ফল পজিটিভ মিলেছে।
* জেজে হাসপাতালের ডিন ডা. রঞ্জিত মানকেশ্বর জানিয়েছেন, ''এখনও তাঁর শরীরে করোনার কোনও উপসর্গ নেই। ওঁর কোনও শ্বাসকষ্টজনিত সমস্য়া নেই। ওঁর অবস্থা স্থিতিশীল। আমরা শীঘ্রই ওঁকে কোভিড হাসপাতালে স্থানান্তরিত করব''।
* সম্ভবত তাঁকে সেন্ট জর্জ হাসপাতালে স্থানান্তরিত করা হবে। (Read the full story in English)
দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
উদ্বোধনের পরই ধসে গেল বিহারের ব্রিজ, বিরোধীদের নিশানায় নীতিশ
বিহারের গন্ধক নদীর উপর তৈরি হওয়া ব্রিজের উদবোধন হয়েছে কয়েক দিন আগেই। কিন্তু বুধবারের বৃষ্টিতে সেই নবনির্মিত ব্রিজেই নামল ধস। ঘটনাটি ঘটেছে বিহারের গোপালগঞ্জ এলাকার কাছে। এই সেতুর উদ্বোধন করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
* এই ঘটনার পরই বিরোধীদের তীব্র নিশানার মুখে পড়েন বিহারের মুখ্যমন্ত্রী। একের পর এক টুইটে নীতিশকে বেঁধেন লালু-পুত্র তেজস্বী, কংগ্রেস প্রধান মদন মোহন ঝা প্রমুখরা।
8 वर्ष में 263.47 करोड़ की लागत से निर्मित गोपालगंज के सत्तर घाट पुल का 16 जून को नीतीश जी ने उद्घाटन किया था आज 29 दिन बाद यह पुल ध्वस्त हो गया।
ख़बरदार!अगर किसी ने इसे नीतीश जी का भ्रष्टाचार कहा तो?263 करोड़ तो सुशासनी मुँह दिखाई है।इतने की तो इनके चूहे शराब पी जाते है pic.twitter.com/cnlqx96VVQ
— Tejashwi Yadav (@yadavtejashwi) July 15, 2020
* তেজস্বী যাদব টুইটে লেখেন ৮ বছর ধরে ২৬৩.৪৭ কোটি টাকা খরচ করে যে ব্রিজ তৈরি হল একমাসের মাথায় সেই ব্রিজে ধস নামল? খবরদার এটাকে কিন্তু দুর্নীতি বলবেন না। ২৬৩ কোটি টাকা তো তুচ্ছ।"
16 जून को 263.47 करोड़ रुपये की लागत से बने पुल का उद्घाटन और 15 जुलाई को उसका सत्यानाश ।
अब इसका आरोप बेचारे चूहों पर मत लगा देना। pic.twitter.com/H8enBRqTvU
— Dr. Madan Mohan Jha (@DrMadanMohanJha) July 15, 2020
* বিহারের কংগ্রেস প্রধান মদন মোহন ঝা টুইট করে বলেন, "এত কোটি টাকা খরচ করে ব্রিজ বানানো হল। একমাস যেতে না যেতেই সেই ব্রিজের এই হাল। দয়া করে ইঁদুরদের এই কাজের দোষ দেবেন না।" Read the full story in English
দেশের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে