দেশে করোনা পরিস্থিতিতে অযোধ্যাতে বহু বিতর্কিত রাম মন্দিরের ভিত্তি স্থাপন প্রসঙ্গে এবার বিজেপি সরকারকে একহাত নিলেন শরদ পাওয়ার। রামমন্দিরের শিলান্যাস করার জন্য ইতিমধ্যেই রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে আমন্ত্রণ জানান হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। রবিবার সেই প্রসঙ্গেই প্রধানমন্ত্রীকে বিঁধলেন ন্যাশনলিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান শরদ পাওয়ার।
* বর্ষীয়াণ এই নেতা বলেন, "অনেকে ভাবছেন রাম মন্দির তৈরি করলে করোনাকে পরাস্ত করা যাবে। কিন্তু মহারাষ্ট্র চাইছে করোনাকেই পরাস্ত করতে। আর সেটা মন্দির বানিয়ে নয়।"
* বহু বিতর্কিত রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ছিল চলতি বছরের মার্চ মাসে। কিন্তু করোনার জেরে সেই প্রস্তাব পিছিয়ে যায়।
* রামমন্দির ট্রাস্টের তরফে বলা হয়েছে, "আমরা শুভ উদবোধনের জন্য দুটি দিন নির্ধারণ করেছি। একটি ৩ অগাস্ট এবং অন্যটি ৫ অগাস্ট। তিথি-নক্ষত্র এবং প্রধানমন্ত্রীর দিনক্ষণ দেখে স্থির করা হয়েছে এই দুটি দিন।"
দেশের অন্যান্য খবরগুলি পড়তে থাকুন নীচে,
গালওয়ান সংঘর্ষে সেনাদের 'বীরত্বের' প্রশংসা করলেন রাজনাথ
ভারত-চিন সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবারই লাদাখ গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী। গালওয়ান সংঘর্ষে নিহত ভারতীয় সেনাদের প্রতি শোকজ্ঞাপনের পাশাপাশি বাকি সেনাদের ব্যক্তিগতভাবে ধন্যবাদজ্ঞাপন করেন মন্ত্রী। ১৫ জুন বিহার রেজিমেন্টের যে সকল সেনারা দেশের জন্য লড়াই করে গিয়েছেন তাঁদের বীরত্বের প্রশংসা এবং কৃতজ্ঞতা জানান তিনি।
* প্যানগং লেক-এর এই বৈঠক থেকে রাজনাথ সিং বলেন, "খুব ভালো কাজ করেছেন আপনারা। সকলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।
* এই বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, সেনা প্রধান এম এম নারাভানে, লেফটেন্যান্ট জেনারেল যোগেশ কুমার জোশি।
* গত মাসেই প্যানগং লেকে চিনা সেনাদের সঙ্গে সংঘর্ষে বীরত্ব দেখানো পাঁচ সেনাকে 'কমেন্ডেশন কার্ড' দিয়ে পুরস্কৃত করেন সেনাপ্রধান নারাভানে।
দেশের অন্যান্য খবর পড়ুন নীচে,
গরুচোর সন্দেহে তিন বাংলাদেশিকে গণপিটুনিতে হত্যা
আসামের করিমগঞ্জ জেলার বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে গরুপাচার সন্দেহে তিন বাংলাদেশি নাগরিককে হত্যা করল স্থানীয় জনতা। পুলিশ জানায় স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে গ্রাম থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছিলেন এই তিন বাংলাদেশি। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে।
* করিমগঞ্জ থানার পুলিশ সুপার কুমার সঞ্জিত কৃষ্ণ লিখিতভাবে জানান, "পাথরকান্ডি পুলিশ স্টেশনের আওতায় থাকা বোগরিজান চা বাগান এলাকায় তিন বাংলাদেশিকে হত্যা করা হয় গরু চোর সন্দেহে।"
* মৃতদের কাছ থেকে দড়ি, বেড়া কাটার যন্ত্র, তার পাওয়া গিয়েছে।
* পুলিশ আধিকারিকরা জানিয়েছে করিমগঞ্জের এই বাংলাদেশ সীমান্ত ঘন জঙ্গলে এবং চা বাগান দিয়ে ঘেরা।
* জুনের ১ তারিখ এই করিমগঞ্জেই গরুচোর সন্দেহে ৪২ বছর বয়সি এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়।
Read the full story in English
টুইটারে ৬ কোটি পেরোল মোদীর ফলোয়ার্স সংখ্যা
রাজনৈতিক কিংবা ব্যক্তিগত মতামত, তর্ক কিংবা সমালোচনা, 'ডিজিটাল ভারত'-এ মাইক্রোব্লগিং সাইট টুইটারকেই প্রচারের হাতিয়ার করেছে ভারতীয় জনতা পার্টি। জনপ্রিয়তার নিরিখে নিঃসন্দেহে শীর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
* রবিবারই টুইটারে নমোর ফলোয়ার্স সংখ্যা পেরোল ৬ কোটি।
* জনগণের কাছে সরাসরি পৌঁছতে এই টুইটারেই বার্তা দেন প্রধানমন্ত্রী।
* দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখতেই টুইটারে আস্থা রেখে লাইভও সম্প্রচার করা হয় এই প্ল্যাটফর্মে।
* ২০০৯ সালের জানুয়ারি মাসে টুইটারে যোগদান করেন প্রধানমন্ত্রী মোদী।
* ২০১৯-এর সেপ্টেম্বর মাসে ফলোয়ার্স সংখ্যা ছিল পাঁচ কোটি।
* ইনস্টাগ্রামে মোদীর ফলোয়ার্স সংখ্যা ৪.৫ কোটি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন