টিকাকরণকে হাতিয়ার করেই ভাইরাসের বিরুদ্ধে লাগাতার লড়াই জারি। করোনা যুদ্ধে জয়ের পথে ভারত। প্রতিদিন কমছে সংক্রমণ। সুস্থ হচ্ছে দেশ। রাজ্যে-রাজ্যে উঠছে বিধি নিষেধ। করোনার আঁধার পেরিয়ে ফের একবার স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন।
সপ্তাহের প্রথম দিনেই করোনা-স্বস্তি দেশে। গত কয়েকদিনের মতোই লাগাতার নিম্নমুখী দেশের দৈনিক সংক্রমণ। এদিন সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫১ জন।
পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় মোট আক্রান্ত বেড়ে ৪ কোটি ২৮ লক্ষ ৩৮ হাজার ৫২৪। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২০৬ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ১২ হাজার ১০৯। গতকালের চেয়ে এদিন আরও কমেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ২ হাজার ১৩১। দেশে করোনার সংক্রমণের হার ১.৯৩ শতাংশ।
আরও পড়ুন- করোনার কোপে স্কুলে তালা, অসহায় নাচের শিক্ষকের চাকরির ব্যবস্থা পুলিশের
রাজ্যে-রাজ্যে কমছে সংক্রমণ। শনিবার দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৩৫ জন, মৃত্যু ২ জনের। রাজধানীতে করোনা পজিটিভিটি রেট ১.১৩ শতাংশে নেমে গিয়েছে। অন্যদিকে, মুম্বইয়ে শনিবার টানা দ্বিতীয় দিন করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার নতুন করে ২০১ জন করেনা আক্রান্ত হয়েছেন বাণিজ্যনগরীতে। অন্যদিকে, শনিবার চেন্নাইয়ে নতুন করে করোনা সংক্রমিত হয়েছিলেন ২৩৮ জন। দেশজুড়ে চলছে করোনার টিকাকরণ অভিযান। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ১৭৫ কোটি ৩৭ লক্ষের বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।
Read story in English