ভারত-চিন সীমান্ত সমস্যা মেটাতে ট্রাম্পের মধ্যস্থতা প্রস্তাবের পর মুখ খুলল নয়া দিল্লি। ট্রাম্পের টুইটের প্রসঙ্গ এড়িয়ে বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, 'শান্তিপূর্ণভাবে চিনের সঙ্গে সমস্যা সমাধানের প্রয়াস চালাচ্ছে ভারত'। তবে মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতার প্রস্তাবকে সরাসরি নাকচ করেনি ভারত।
প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অচলাবস্থা প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, 'সীমান্তে পরিস্থিতি পরিচালনায় আমাদের সৈনিকরা দায়িত্বশীলভাবে পদক্ষেপ করেছেন এবং সীমান্তে যে কোনও সমস্য়া সমাধানে চিনের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি ও প্রোটোকল মেনেছেন তাঁরা''।
আরও পড়ুন: ‘কেন বিনামূল্যে করোনা চিকিৎসা করছে না বেসরকারি হাসপাতাল?’ কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
ঠিক কী বার্তা দিয়েছিলেন ট্রাম্প?
টুইটারে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ”ভারত ও চিন দু’দেশকেই জানিয়েছি যে আমেরিকা প্রস্তুত, সীমান্তে বিবাদ নিয়ে মধ্য়স্থতা করতে আমরা ইচ্ছুক”। প্রসঙ্গত, এর আগে কাশ্মীর ইস্য়ুতে ভারত ও পাকিস্তানের মধ্য়ে মধ্য়স্থতা করার প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও সে সময় দ্বিপাক্ষিক ইস্য়ু বলে বারবার নিজের অবস্থান স্পষ্ট করেছিল নয়া দিল্লি।
চিনের বিদেশমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, ”আমাদের ভূ-খণ্ডের সার্বভোমত্ব ও নিরাপত্তার রক্ষার্থে আমরা অঙ্গীকারবদ্ধ এবং সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে আমরা দায়বদ্ধ। এখন, ভারত-চিন সীমান্ত এলাকায় পরিস্থিতি মোটের উপর স্থিতিশীল ও নিয়ন্ত্রণাধীন। পারষ্পরিক আলোচনার মধ্য়ে আমরা এই সমস্য়া সমাধান করতে সক্ষম”।
উল্লেখ্য়, সম্প্রতি পূর্ব লাদাখে প্য়াংগং সো এলাকায় মুখোমুখি ভাবে অবস্থান করে ভারতীয় ও চিনা সেনা। লাদাখে অচলাবস্থা নিয়ে ভারত ও চিনের সামরিক বাহিনীর মধ্য়ে ৬ দফায় আলোচনার প্রয়াস চালানো হয়, কিন্তু তাতে কোনও লাভ হয়নি। গালওয়ান উপত্য়কায় প্রকৃত নিয়ন্ত্রণরেখার উপর বিপুল পরিমাণে সেনা মোতায়েন করেছে চিন। এর পাল্টা হিসেবে বাড়তি সেনা মোতায়েন করছে ভারতও।
Read the full story in English