/indian-express-bangla/media/media_files/2025/05/07/GJzs34yZ2tEDSMS751OM.jpg)
টানটান উত্তেজনা, সীমান্তে ভারত-পাক তুমুল গুলির লড়াই, মৃত ৭, আহত বহু
India-Pakistan Tension: ফের উত্তপ্ত উপত্যকা! গতকাল মধ্যরাতে ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিন্দুর’-এর পর পাল্টা হামলায় সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণে কমপক্ষে সাতজন সাধারণ নাগরিক নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন। বুধবার সেনা সূত্র ও স্থানীয় প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তানের ১০০ কিমি ভিতরে ঢুকে কোন কোন ঘাঁটিতে হামলা ভারতের?
সূত্র জানিয়েছে, পাক সেনার ছোঁড়া গুলিতে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ৬ জন এবং মেন্ধারে একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন দুজন সিআরপিএফ জওয়ান। নর্দার্ন কমান্ডের পিআরও লেফটেন্যান্ট কর্নেল সুনীল বারাতওয়াল জানান, “২০২৫ সালের ৬-৭ মে রাতভর পাকিস্তান সেনা আন্তর্জাতিক সীমানা ও নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন পোস্ট থেকে নির্বিচারে গোলাবর্ষণ চালায়।”
গুঁড়িয়ে দেওয়া হল একের পর এক জঙ্গি ঘাঁটি, 'অপারেশন সিন্দুর' নিয়ে কী জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প?
সীমান্তের একাধিক সেক্টরে ব্যাপক গোলাবর্ষণ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পুঞ্চ জেলার একাধিক সেক্টরে পাকিস্তানি গোলাবর্ষণের খবর মিলেছে। মানকোটে এক মহিলার মৃত্যু হলেও, তার বিষয়টি এখনো সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। কাশ্মীর উপত্যকার উরি ও তাংধর সেক্টরেও তীব্র গোলা গুলির শব্দ শোনা গেছে, ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভারত-পাকিস্তান সংঘাতের জেরে প্রশাসন জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি এবং পুঞ্চ জেলায় সব স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। জম্মু, শ্রীনগর ও লেহ বিমানবন্দরে সব ধরনের উড়ান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এয়ার ইন্ডিয়া ও অন্যান্য বেসরকারি বিমান সংস্থা ভ্রমণ অ্যাডভাইসারি জারি করেছে এবং উত্তর ভারতের একাধিক শহরে ফ্লাইট বাতিল বা পরিবর্তন করার কথা জানিয়েছে সংস্থাগুলি।