রাষ্ট্রপুঞ্জের মঞ্চে পাকিস্তানকে অ্যাবটাবাদের কথা স্মরণ করাল ভারত। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস ত্রিমূর্তি টুইটারে এদিন লেখেন, ‘পাকিস্তানের গুরুত্বহীন বয়ান ও সাজানো তথ্য পাওয়া নতুন কিছু নয়। রাষ্ট্ররাষ্ট্রসংঘের তালিকায় থাকা সন্ত্রাসবাদী এবং জঙ্গি গোষ্ঠীগুলির আশ্রয়দাতা হল পাকিস্তান। অ্যাবোটাবাদের কথা মনে রাখবেন!'
ভারত ‘সন্ত্রাসে মদত দিচ্ছে’। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেসকে ঠিক এই ভাষাতেই অভিযোগ করেছিল পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জে পাক রাষ্ট্রদূত মুনির আক্রম ইমরান খান সরকারের নির্দেশে ডসিয়ের তুলে দেন গুতারেসের হাতে। সেখানে উল্লেখ ছিল, ‘ভারত সন্ত্রাসবাদে মদত দিচ্ছে’। এই ঘটনাকে কেন্দ্র করেই বোমা ফাটান ত্রিমূর্তি। ২০১১ সালে অ্যাবোটাবাদে আমেরিকার নেভি সিলের হাতে নিহত হওয়া আল কায়দা প্রধানের কথা তুলে ধরেন তিনি।
ইসলামাবাদকে কড়া জবাব দিয়ে নয়াদিল্লি স্মরণ করিয়ে দিয়েছে অ্যাবোটাবাদের কথা। আমেরিকার বাহিনীর হাতে খতম হওয়ার আগে পাকিস্তানের ওই শহরেই বহাল তবিয়তে ছিল আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন।
নাগরোটা হামলায় পাকিস্তানকেই দায়ী করেছে ভারত। গত সোমবারই এনিয়ে তথ্যপ্রমাণ আন্তর্জাতিক মহলের হাতে তুলে দিয়েছে নয়াদিল্লি। ভারতের অভিযোগ পুলওয়ামার মতো নাগরোটাতেও বড়সড় হামলার ছক কষেছিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ। সন্ত্রাসবাদে যে পাকিস্তান বরাবরই মদত দিয়ে আসছে তার তথ্যপ্রমাণও আমেরিকা, রাশিয়া, ফ্রান্স এবং জাপানের হাতে তুলে দিয়েছেন বিদেশমন্ত্রকের সচিব হর্ষবর্ধন শ্রিংলা।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন