জিন্না প্রধানমন্ত্রী হলে ভারত-পাকিস্তান একসঙ্গে থাকতে পারত: দালাই লামা

দালাই লামা জানান, "মহাত্মা গান্ধী জিন্নাকে প্রধানমন্ত্রীত্ব দিতে চেয়েছিলেন। তবে নেহরু রাজি ছিলেন না। তিনি আত্মকেন্দ্রিক ছিলেন। তিনি বলেন, 'আমি প্রধানমন্ত্রী হতে চাই'।"

দালাই লামা জানান, "মহাত্মা গান্ধী জিন্নাকে প্রধানমন্ত্রীত্ব দিতে চেয়েছিলেন। তবে নেহরু রাজি ছিলেন না। তিনি আত্মকেন্দ্রিক ছিলেন। তিনি বলেন, 'আমি প্রধানমন্ত্রী হতে চাই'।"

author-image
IE Bangla Web Desk
New Update
dalai-lama

গোয়া ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কলেজে দলাই লামা

"জওহরলাল নেহরুর পরিবর্তে মহম্মদ আলি জিন্নাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের অনুমতি দেওয়া হলে ভারত এবং পাকিস্তান একসঙ্গে থাকতে পারত।" গোয়া ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীদের এমনটাই বলেছেন ধর্মগুরু দালাই লামা।

Advertisment

তাঁর এহেন মন্তব্য নিয়ে ছাত্রছাত্রীরা পাল্টা প্রশ্ন করলে, দালাই লামা জানান, "মহাত্মা গান্ধী জিন্নাকে প্রধানমন্ত্রীত্ব দিতে চেয়েছিলেন। তবে নেহরু রাজি ছিলেন না। তিনি আত্মকেন্দ্রিক ছিলেন। তিনি বলেন, 'আমি প্রধানমন্ত্রী হতে চাই'। ভারত-পাকিস্তান ঐক্যবদ্ধ হতে পারত (যদি জিন্নাকে প্রধানমন্ত্রী করা হত)। যদিও পন্ডিত নেহরুও ছিলেন অভিজ্ঞ মানুষ, মানুষমাত্রই ভুল হয়।"

দালাই লামা কে এক পড়ুয়া জিজ্ঞাসা করেন, কেউ তাঁর নিজের নেওয়া সিদ্ধান্ত যে ঠিক, তা কিভাবে নিশ্চিত করবেন। বিশেষত যখন তিনি ভুল এড়িয়ে যেতে চান। দালাই লামা উত্তরে নেহরুর প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্তের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেন, যে  "মানুষমাত্রই ভুল হয়"।

pakistan India