scorecardresearch

স্পেস স্টেশন তৈরি করছে ভারত

ইসরো প্রধান জানিয়েছেন চন্দ্রযান ২ চাঁদের দক্ষিণাংশ আবিষ্কারের চেষ্টা করবে যা এর আগে কোনও দেশ করেনি। তিনি আরও বলেন ইসরো এখনও পর্যন্ত যত মিশন হাতে নিয়েছে তার মধ্যে এটি জটিলতম। 

chandrayyan

মহাকাশে নিজেদের স্পেস স্টেশন তৈরির পরিকল্পনা করছে ভারত। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)-র চেয়ারম্য়ান কে শিভন। চন্দ্রযান ২-এর উৎক্ষেপণের দিন ঘোষণার পরদিনই এই ঘোষণা করলেন তিনি। সংবাদসংস্থা পিটিআই এ প্রসঙ্গে শিভনকে উদ্ধৃত করেছে। তিনি বলেছেন, গগনযান কর্মসূচি চালিয়ে যেতে হবে। এই প্রসঙ্গে জানানোর ভারত নিজেদের স্পেস স্টেশন বানানোর পরিকল্পনা করেছে।

এই প্রকল্প গগনযান মিশনেরই অন্তর্ভুক্ত।

বুধবার শিভন ঘোষণা করেছিলেন ভারতের দ্বিতীয় চন্দ্রগামী যান, চন্দ্রযান ২ এ বছরের ১৫ জুলাই উৎক্ষেপণ করা হবে। উৎক্ষেপণের ৫২ দিন পর সেপ্টেম্বরের ৫ বা ৬ তারিখে চন্দ্রযান ২ চাঁদে অবতরণ করবে।

ইসরো প্রধান জানিয়েছেন চন্দ্রযান ২ চাঁদের দক্ষিণাংশ আবিষ্কারের চেষ্টা করবে যা এর আগে কোনও দেশ করেনি। তিনি আরও বলেন ইসরো এখনও পর্যন্ত যত মিশন হাতে নিয়েছে তার মধ্যে এটি জটিলতম।

চন্দ্রযানের মোট তিনটি ভাগ থাকে- একটি অরবিটার, একটি ল্য়ান্ডার এবং একটি রোভার। এতে থাকবে মোট ১৪টি বৈজ্ঞানিক পে লোড। এর মধ্য়ে থাকবে বেশ কিছু যন্ত্র যার সাহায্য়ে চাঁদের উপাদান এবং ভূকম্পনের প্রকৃতি আরও ভাল করে বোঝা যাবে।

এই মিশনের খরচ ৯৭৮ কোটি টাকা।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: India planning to have own space station