করোনা অতিমারীর ধাক্কায় রোজগার হারিয়ে দিশেহারা বহু মানুষ। বিশেষত, যাঁদের 'দিন আনি দিন খায়' অবস্থা, বেরোজগার হয়ে তাঁদের ঘরে বাসা বেধেছে অভাব-অনটন। এই পরিস্থিতিতে ফ্ল্য়াগশিপ চাকরির প্রকল্প এনআরইজিএ-র প্রসার ঘটানোর পরিকল্পনা করছে মোদী সরকার। শহরাঞ্চলেও বেকারদের পাশে দাঁড়াতে কর্মসংস্থানের এই প্রকল্পের ব্য়প্তি ঘটানোর কথা ভাবছে সরকার।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় আবাস ও নগরোন্নয়ন মন্ত্রকের যুগ্ম সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন, ছোট শহরেও এই প্রকল্পের কাজ হতে পারে। এজন্য় প্রাথমিক পর্যায়ে খরচ হবে ৩৫০ বিলিয়ন টাকা। তাঁর কথায়, ''গত বছর থেকে এ ব্য়াপারে ভাবনা-চিন্তা করছে সরকার। অতিমারীর জেরে এই আলোচনা আরও তরান্বিত হয়েছে''।
আরও পড়ুন: কেন্দ্রই ঋণ নিক, মোদী-সীতারমনকে চিঠি চার মুখ্যমন্ত্রীর
এ বছরে গ্রামীণ কর্মসংস্থানের প্রকল্পে ১ ট্রিলিয়নেরও বেশি টাকা ঢেলেছে মোদী সরকার। যে প্রকল্পে কর্মীরা বছরে ১০০ দিনের কাছে রোজ ২০২ টাকা করে উপার্জন করছেন।
লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের তথ্য় অনুসারে জানা যাচ্ছে, করোনার ধাক্কায় বেসামাল হয়েছে ভারতের শহুরে এলাকার জনজীবনও। এক শ্রেণির কর্মীদের মধ্য়ে দারিদ্রতা প্রকট হচ্ছে। এই পরিস্থিতিতে সরকারের এই ভাবনা ফলপ্রসূ হলে আর্থিক দূরাবস্থার কিছুটা সুরাহা হবে বলেই মনে করা হচ্ছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন