কেন্দ্রীয় সরকার ‘গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-২০২৩’-এর রিপোর্টকে প্রত্যাখ্যান করেছে। সেই সঙ্গে এটিকে বিশ্ব ক্ষুধা সূচকের ভুল মূল্যায়ন বলে উল্লেখ করেছে। সরকারের তরফে বলা হয়েছে এই রিপোর্ট ভারতের বাস্তব পরিস্থিতি উপস্থাপন করে না। বিশ্ব ক্ষুধা সূচকে ভারতকে ১১১তম স্থানে রাখা হয়েছে। সূচকে ১২৫টি দেশের তালিকায় ভারত ১১১তম স্থানে রয়েছে। এই সূচক অনুসারে ভারতের প্রতিবেশী দেশগুলোর পারফরম্যান্স ভারতের চেয়ে ভাল হিসাবেই দেখানো হয়েছে। রিপোর্ট অনুসারে বাংলাদেশের ৮১তম, নেপাল ৬৯তম এবং শ্রীলঙ্কার ৬০তম স্থানে পাকিস্তান ১০২তম অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত বিশ্ব ক্ষুধা সূচক (GHI)২০২৩-এ, ভারত ১২৫টি দেশের মধ্যে ১১১ তম স্থানে রয়েছে, যেখানে দেশের সর্বোচ্চ ১৮.৭ শতাংশ শিশু অপুষ্টির রেকর্ড তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় সরকার তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনটিকে ‘মিথ্যা ও ভিত্তিহীন' বলে প্রত্যাখ্যান করেছে। এই সূচকে, ভারতে ক্ষুধার সূচক ২৮.৭ যাকে 'গুরুতর' হিসাবে বর্ণনা করা হয়েছে। কেন্দ্রের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক বলেছে যে রিপোর্টে 'গুরুতর পদ্ধতিগত ত্রুটি রয়েছে।
নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, ক্ষুধা সূচকে ভুলভাবে ক্ষুধার মূল্যায়ন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে 'ভারতে বিশ্বের সবচেয়ে বেশি শিশু অপুষ্টির হার ১৮.৭ শতাংশ। এই সূচকে ভারতের প্রতিবেশী দেশগুলোর পারফরম্যান্স তার চেয়ে ভাল দেখানো হয়েছে। বাংলাদেশের ৮১তম, নেপাল ৬৯তম এবং শ্রীলঙ্কার ৬০তম স্থানে রয়েছে। বিশ্ব ক্ষুধা সূচকে ২০২২ সালে, ভারত ১২১ টি দেশের মধ্যে ১০৭ তম স্থানে ছিল